Panchayat Election Results 2023: সবুজের মাঝে নির্দল প্রার্থী জয়ে উড়ল বেগুনি আবীর

By

Published : Jul 11, 2023, 10:30 PM IST

thumbnail

উত্তর 24 পরগনা বারাসত ব্লক ওয়ান ত্রিস্তর পঞ্চায়েত ভোট গণনা শেষ হয়েছে ৷ চারিদিকে সবুজ আবিরের খেলায় মাতলেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা ৷ এরই মাঝে ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়েছে এক অন্য ছবি ৷ খিলকাপুর পঞ্চায়েতে 37 নম্বর বুথে আলবেরিয়া গ্রামে জয়ী হয়েছেন দুই নির্দল প্রার্থী। এই জয়ে বেগুনি আবীরে মেতে উঠলেন নির্দল প্রার্থীরা ৷ দু'জন নির্দল প্রার্থীর নাম আম্বর আলিও গোলাম সুফিয়া মণ্ডল। নির্দল প্রার্থীর এক সমর্থক জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসেই প্রায় 25 বছর ছিলেন তাঁরা ৷ দলের হয়ে কাজও করেছেন ৷ কিন্তু দল তাঁদের প্রাপ্য সম্মান দেয়নি ৷ তাই তৃণমূলের হাত ছেড়ে নিজেদের দল গঠন করেছিলেন ৷ তাঁদের অভিযোগ, অনবরত তৃণমূল কংগ্রেস থেকে হুমকি আসত ব্যবসা বন্ধ করে দেওয়ার, উন্নয়ন রুখে দেওয়ার ৷ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে বলেই নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন বলে জানান সমর্থকরা ৷ অন্যদিকে, উত্তর 24 পরগনা বারাসত ব্লক ওয়ানে সেন্টাল ফোর্স ও রাজ্যের পুলিশ দিয়ে নির্বিঘ্নে পঞ্চায়েতের ভোট গণনা শেষ হয়েছে ৷ বাকি আছে গ্রাম সভা এবং জেলা পরিষদের গণনা ৷ ইতিমধ্যেই তৃণমূলের সমর্থকরা জয়ের উল্লাসে মেতেছেন সবুজ আবীরে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.