ETV Bharat / state

Sukanta Majumdar on CM: গরমে মানসিক অবস্থা ঠিক নেই, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ডাবের জল খাওয়ার পরামর্শ সুকান্তর

author img

By

Published : Apr 17, 2023, 8:25 PM IST

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর পালটা তাঁকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

ETV Bharat
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

সুকান্ত মজুমদারের বক্তব্য

পাথরপ্রতিমা, 17 এপ্রিল: গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা ঠিক নেই বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁকে ডাবের জল খাওয়ারও পরামর্শ দেন সুকান্ত ৷ সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন মথুরাপুর থেকে মমতাকে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি ৷

উল্লেখ্য, 14 এপ্রিল বীরভূমের সিউড়ির জনসভা থেকে অমিত শাহ বলেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে 35টি আসন পেলে আর 2025 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য নিয়েই এদিন তাঁকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রশ্ন, লোকসভা ভোটে 35টি আসন পেলে রাজ্যে নির্বাচিত সরকার ভেঙে যাবে এই কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী করে বলতে পারেন ৷ সংবিধানের শপথ নেওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলায় এদিন তাঁর পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী ৷

সোমবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেখানে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন,"গরম পড়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর শারীরিক স্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন । উনি ডাবের জল খেলে মাথা ঠান্ডা হবে ৷ মুখ্যমন্ত্রীর একের পর এক বিধায়ক চাকরি চুরি করে, পাঁচিল টপকে, মোবাইল পুকুরে ছুড়ে ফেলার পরেও যেভাবে গ্রেফতার হচ্ছেন, তাতে মুখ্যমন্ত্রীর পরিবারের দিকে ক'দিন পরে যাবে ইডি-সিবিআই ৷ এই ভয়ে তিনি অসংলগ্ন কথা বলছেন ৷" সুকান্ত মজুমদার ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য ।

আসন্ন পঞ্চায়েত ভোটের রূপরেখা ঠিক করতে এদিন মথুরাপুরের বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার ৷ এছাড়াও পাথরপ্রতিমা ও কাকদ্বীপ এলাকার বিজেপির কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি ৷

আরও পড়ুন: বাংলার সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহকে নিশানা মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.