Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে অভিষেকের বৈঠকস্থলের অদূরে চলল গুলি

author img

By

Published : Nov 15, 2022, 6:10 PM IST

Updated : Nov 15, 2022, 6:28 PM IST

Shootout close to Abhishek Banerjee Meeting Spot in Diamond Habour

মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) যান স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ যেখানে তিনি বৈঠক করেন, তার কিছুটা দূরের চলল গুলি ৷

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 15 নভেম্বর: প্রকাশ্য বিয়ে বাড়িতে চলল গুলি । আতঙ্কিত এলাকাবাসী । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) কপাট হাটে ওই ঘটনা ঘটে ৷ সেখানকার একটি ভিলাতে ওই অনুষ্ঠান চলছিল । সেই সময় এক যুবক বন্দুক নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করে তারপরে শূন্যে গুলি চালায় । গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বিয়েতে আসা অতিথিদের মধ্যে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারে বসন্তপুরের ছেলে নাজিমুল্লা গাজির সঙ্গে ডায়মন্ড হারবারে পারুলিয়ার মেয়ে জাসমিনা খাতুনের বিয়ের অনুষ্ঠান ছিল । মঙ্গলবার সকাল থেকেই বিয়ে বাড়ি উপলক্ষে ওই ভিলাতে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল ।

দুপুরের অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল ৷ সেই সময় এক যুবক মত্ত অবস্থায় গিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গুলি চালান বলে অভিযোগ । যদিও গুলি চালানোর ঘটনায় কেউ আহত হননি । তবে গুলি চালানোর পর স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন বিয়ে বাড়িতে আসা অতিথিরা । অভিযুক্ত যুবকের নাম বাপ্পা মোল্লা । ইতিমধ্যে অভিযুক্ত যুবকের খোঁজে ডায়মন্ড হারবার থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে ।

উল্লেখ্য, মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা (South 24 Parganas) ডায়মন্ড হারবারে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করতে আসেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সকাল থেকে প্রশাসনিক বৈঠকে ঘিরে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা শহর । অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রশাসনিক বৈঠক স্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি চালানোর ঘটনা স্বাভাবিকভাবেই পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ ৷

এদিকে বিয়ে বাড়ির এক নিমন্ত্রিত অতিথি রাজলক্ষ্মী মণ্ডল জানান, তাঁরা গুলির শব্দ শুনেছেন ৷ কিন্তু কে চালিয়েছে, কেন চালিয়েছে, সেই বিষয়ে তাঁদের কোনও ধারণা নেই ৷ তবে আনন্দ অনুষ্ঠানে এই ধরনের ঘটনা শোকের পরিবেশ তৈরি করতে পারে ৷ তাই এই ধরনের কাজ না করাই ভালো ৷

আরও পড়ুন: নেতাদের জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Last Updated :Nov 15, 2022, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.