Mamata Banerjee: নেতাদের জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Nov 15, 2022, 5:44 PM IST

the-country-is-not-for-leaders-but-leaders-are-for-country-mamata-banerjee-fire-salvo-at-centre

মঙ্গলবার ঝাড়গ্রামে এক সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে ৷

ঝাড়গ্রাম, 15 নভেম্বর: বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে (Jhargram) গিয়ে 100 দিনের কাজে টাকা না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন এই মঞ্চ থেকে রাজ্যের পাঁচটি জায়গায় পাঁচটি বিরসা মুন্ডার মূর্তি উদ্বোধন করেন । একই সঙ্গে তাঁর বার্তা, তিনি থাকতে আদিবাসী (Adivasi) ঘরের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য অর্থের অভাব হবে না । এদিন এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নেতাদের জন্য দেশ নয়, দেশ মানুষের জন্য । সেই মানুষের স্বার্থই বিঘ্নিত হচ্ছে । আমাদের এর বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে ।’’

The country is not for leaders but leaders are for country Mamata Banerjee fire salvo at Centre
ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল 100 দিনের কাজের (MNREGS) টাকা না দেওয়ার প্রসঙ্গ ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্র রাজ্য থেকে যে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকা থেকেই 100 দিনের কাজের টাকা আমরা পাই । ওরা আমাদের থেকে টাকাটা জিএসটির (GST) নামে তুলে নিয়ে যায় । অথচ 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আমাদের দিচ্ছে না । যাঁরা কাজ করেছেন, তাঁরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন । আর কেন্দ্রীয় সরকার এটা দয়া করে দিচ্ছে এমন নয় ।’’

তিনি আরও বলেন, ‘‘আগে রাজ্য সরকার ট্যাক্স সংগ্রহ করত । আমরা সব রাজ্য মিলে কেন্দ্রকে এই দায়িত্ব দিয়েছিলাম । ভেবেছিলাম, এতে আমাদের ভালো হবে । এখন দেখছি ভালোর বদলে কেন্দ্র মানুষকে বিপদে ফেলছে । ফলে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ ।’’

The country is not for leaders but leaders are for country Mamata Banerjee fire salvo at Centre
ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘100 দিনের কাজের টাকা আমাদের সাংবিধানিক অধিকার । এই টাকা দেওয়া কেন্দ্রের জন্য অবশ্যই বাধ্যতামূলক । তা সত্ত্বেও এক বছর আগে আমি গিয়ে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করে এসেছি । এবার কি পায়ে ধরতে হবে ? আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, না হলে জিএসটি বন্ধ করে দাও । 100 দিনের কাজের টাকা মানুষকে না দিলে, মানুষ তা সহ্য করবে না ।’’

একইভাবে এদিন ঝাড়গ্রাম থেকে বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তাতে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়া নিয়েও সরব হয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উন্নয়ন করার জন্যই কেন্দ্রের থেকে টাকা পাই আমরা । কিন্তু সেই টাকাও কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে না । আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে । এর বিরুদ্ধে আপনারাও সরব হোন ।’’

The country is not for leaders but leaders are for country Mamata Banerjee fire salvo at Centre
ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এখানে বিরসা মুন্ডাকে টেনে এনে বলেন, ‘‘বিরসা মুন্ডা বলতেন, রাজা দেশ চালাবে না, আমরা চালাব দেশ । আদিবাসী মানুষকে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে ৷ আমরা কারও উপর নির্ভর করব না । একইভাবে যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চিত করছে, আমাদেরও আমাদের অধিকারের জন্য সরব হতে হবে ।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের টাকায় ওরা করে খাবে । আর আমাদের গরিব মানুষকে টাকা দেবে না, এটা হতে পারে না । তুমি বলছো সব টাকা বন্ধ করে দেব, তাহলে আমরাও তো জিএসটির টাকা বন্ধ করে দিতে পারি । নেতার জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ । মানুষ দেশ তৈরি করে । কাজেই 100 দিনের টাকা ফিরিয়ে দাও না হলে গদি ছেড়ে দাও ।’’

আরও পড়ুন: এবার কি পায়ে ধরতে হবে, একশো দিনের কাজের টাকা নিয়ে মোদিকে তোপ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.