ETV Bharat / state

Bharat Jodo Yatra: অধীরের নেতৃত্বে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ প্রদেশ কংগ্রেসের

author img

By

Published : Dec 28, 2022, 12:02 PM IST

Updated : Dec 28, 2022, 6:22 PM IST

Pradesh Congress Sagar to Pahar Yatra Led by Adhir Chowdhury ETV BHARAT
‘সাগর থেকে পাহাড় যাত্রা’ প্রদেশ কংগ্রেসের

অধীর চৌধুরীর নেতৃত্বে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’র সমর্থনে আজ থেকে রাজ্যে শুরু হল, ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ (Sagar to Pahar Yatra Led by Adhir Chowdhury) ৷ আজ গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রম থেকে এই কর্মসূচি শুরু করে প্রদেশ কংগ্রেস ৷

বাংলায় ভারত জোড়ো যাত্রা

গঙ্গাসাগর, 28 ডিসেম্বর: রাহুল গান্ধির নেতৃত্বে কন্যাকুমারী থেকে দিল্লি পর্যন্ত 3 হাজার 570 কিলোমিটারের দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)-র প্রথম পর্ব শেষ হয়েছে ৷ আগামী 3 জানুয়ারি এর দ্বিতীয় পর্ব শুরু হবে ৷ তারই সমর্থনে রাজ্যে গঙ্গাসাগর থেকে পাহাড়ের কার্শিয়াং পর্যন্ত যাত্রার শুরু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Sagar to Pahar Yatra Led by Adhir Chowdhury) ৷ যার নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ আজ সকালে শুরু হওয়া এই পদযাত্রা 23 জানুয়ারি শেষ হবে ৷ এই পদযাত্রায় পশ্চিমবঙ্গের মোট 10 জেলায় ঘুরবেন অধীর চৌধুরী ৷ রাহুল গান্ধি যেভাবে জনসংযোগ করছেন 'ভারত জোড়ো যাত্রা'য়, সেই ভাবেই ওই 10 জেলার মানুষের সঙ্গে জনসংযোগ করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ প্রতিটি জেলা নেতৃত্বকে এই যাত্রায় সামিল হতে আহ্ববান জানিয়েছেন বহরমপুরের সাংসদ ৷

আজ সকাল 10 টায় সাগর থেকে বাংলার মাটিতে প্রদেশ কংগ্রেসের তরফে ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা করেন অধীর চৌধুরী ৷ তার আগে মিছিল করে গঙ্গাসাগরে (Ganga Sagar) যায় প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতৃত্ব ৷ সেখানে কলসিতে সাগরের জল ভরতি করেন তাঁরা ৷ সাগরের ধারে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে ‘জোড়ো জোড়ো ভারত জোড়ো’ স্লোগান দেন অধীর এবং কংগ্রেস নেতাকর্মীরা ৷

গঙ্গাসাগর থেকে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'র সূচনার সময়, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ ৷ তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ু রাজ্য থেকে লোকসভার সাংসদ চেকলাকমা ৷ এছাড়াও ছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ এই রাজ্যে ‘ভারত জোড়ো যাত্রা’র বাংলায় নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ ৷ সাগর ব্লকে দু’দিন চলবে এই কর্মসূচি ৷

আরও পড়ুন: কপিল মুনির আশ্রম থেকে দার্জিলিং, এরাজ্যেও শুরু হচ্ছে 'ভারত জোড়ো যাত্রা'

প্রসঙ্গত, রাহুল গান্ধি তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’য় তৃণমূল-সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ বিরোধী ঐক্যের ক্ষেত্রে এই আমন্ত্রণ সদর্থক ছিল তাতে কোনও সন্দেহ নেই ৷ তবে, বাংলায় কংগ্রেসের সেই কর্মসূচিতে বিজেপি বিরোধী কোনও দল যোগ দেয়নি ৷ এমনকি অধীর চৌধুরীর নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস বিজেপি বিরোধী দলগুলিকে সামিল হওয়ার আহ্বান জানায়নি বলেই সূত্রের খবর ৷ এনিয়ে অধীর জানিয়েছেন, গণতন্ত্র প্রেমি সকলকে এই ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিতে আহ্বান জানাচ্ছি ৷ কিন্তু, কোনও রাজনৈতিক দলকে তারা আমন্ত্রণ জানাবেন না ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় প্রাক্তন আরবিআই গভর্নর, রাহুলের সঙ্গে পা মেলালেন রঘুরাম রাজন

প্রসঙ্গত, কন্যাকুমারি থেকে রাহুল গান্ধির নেতৃত্ব চলা কংগ্রেসের প্রথম দফার ‘ভারত জোড়ো’ কর্মসূচিতে বলিউড-সহ বিভিন্ন ক্ষেত্রের ব্য়ক্তিত্বরা অংশ নিয়েছিলেন ৷ এমনকি শিবসেনার তরফে আদিত্য ঠাকরে মহারাষ্ট্রে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন ৷

Last Updated :Dec 28, 2022, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.