ETV Bharat / state

Family Dispute in Kakdwip: ভাইয়ের বউকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ ভাসুরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 2:28 PM IST

পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের বউকে কোপালেন ভাসুর ৷ বাধা দিতে গিয়ে আঘাতপ্রাপ্ত বেশ কয়েকজন ৷ এই ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত ৷

Etv Bharat
প্রতীকী ছবি

ভাইয়ের বউকে কোপানোর ঘটনায় স্থানীয় বক্তব্য

কাকদ্বীপ, 30 অক্টোবর: পারিবারিক শত্রুতার জেরে নিজের ভাইয়ের বউকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা ভাসুরের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার হারুড পয়েন্ট কোস্টাল থানায় মোল্লারচক এলাকায় । অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করার পর তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার শম্ভুনাথ জানা (40) নামে অভিযুক্ত ওই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ভাইয়ের বউ লক্ষ্মীরানি জানার উপর হামলা চালায় । তাঁকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে । এরপর লক্ষ্মী চিৎকার শুরু করলে সেই আওয়াজ পেয়ে স্থানীয় বেশ কয়েকজন ছুটে আসে ঘটনাস্থলে । তবে তাতেও ক্ষান্ত হননি অভিযুক্ত শম্ভুনাথ জানা ৷ ধারালো অস্ত্র দিয়ে সেখানে থাকা প্রতিবেশীদের বেশ কয়েকজনকে আঘাত করেন ।

তবে এরপর পরিস্থিতি বেগতিক বুঝে শম্ভুনাথ জানা ধারালো অস্ত্র নিয়ে হারুড পয়েন্ট কোস্টাল থানাতে গিয়ে আত্মসমর্পণ করেন । স্থানীয়রা আহত লক্ষ্মীরানি জানাকে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যান । তাঁর গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৷ তার পাশাপাশি শম্ভুনাথ জানার হাতে আক্রান্ত স্থানীয়দের মধ্যে বেশ কয়েকজন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

এই বিষয় আক্রান্ত এক মহিলা সুস্মিতা জানা বলেন, "আজ সকালে হঠাৎ চিৎকার শুনে ছুটে যাই সেখানে গিয়ে দেখি ধারালো অস্ত্র দিয়ে বৌদিকে আঘাত করছে ওই ব্যক্তি । এরপর আমরা ছাড়াতে গেলে আমাদের কেউ আঘাত করে । অভিযুক্তের হাতে আক্রান্ত হই আমরা ।"

অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করার পর ঘটনা তদন্ত শুরু করেছে হারুড পয়েন্ট পোস্টাল থানার পুলিশ । এই ঘটনার পিছনে পারিবারিক সত্যতা রয়েছে নাকি পুরনো কোনও আক্রোশ রয়েছে তা খতিয়ে দেখছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ।

আরও পড়ুন : জমি সংক্রান্ত বিবাদের জের, ভাইপোকে আহত করে আত্মঘাতী কাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.