ETV Bharat / state

যশের ক্ষতি থেকে বাঁচতে সরকারি নির্দেশে ধান কাটা হল দক্ষিণ দিনাজপুরে

author img

By

Published : May 25, 2021, 1:46 AM IST

Updated : May 25, 2021, 9:31 AM IST

সরকারি নির্দেশে কাটা হল দক্ষিণ দিনাজপুরে
সরকারি নির্দেশে কাটা হল দক্ষিণ দিনাজপুরে

ঘূর্ণিঝড় যশের ক্ষতি থেকে বাঁচতে সরকারি নির্দেশে ধান কাটা শুরু করলেন দক্ষিণ দিনাজপুরের কৃষকরা ৷ আবহাওয়া দফতরের আগাম বার্তা এবং নবান্ন থেকে নির্দেশ আসায়, জেলা কৃষি দফতরের তরফে মাইকিংয়ের করে কৃষকদের ধান কেটে নেওয়ার কথা বলা হচ্ছে ৷ জেলার বিভিন্ন ব্লকে এই প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে ৷

বালুরঘাট, 24 মে : সুপার সাইক্লোন যশের প্রভাব উত্তরবঙ্গে তেমন ভাবে না পড়ার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে । ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি ভবনের তরফে জেলার কৃষকদের সতর্ক করা হয়েছে । আবহাওয়া দফতরের আগাম বার্তা এবং নবান্ন থেকে নির্দেশ আসায়, জেলা কৃষি দফতরের তরফে মাইকিং করে কৃষকদের ধান কেটে নেওয়ার কথা বলা হচ্ছে ৷ জেলার বিভিন্ন ব্লকে এই প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে ৷

দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার প্রায় 75 হাজার হেক্টর জমির 90 শতাংশ ধান কাটা হয়ে গিয়েছে । বাকি ধান কাটার কাজ এদিন‌ও চলছে । অপরদিকে পাটের যে জমিতে জল জমার আশঙ্কা রয়েছে ৷ সে জন্য নিকাশির ব্যবস্থা করা হচ্ছে । কৃষি দফতরের মাইকিংয়ের পর জেলার কৃষকরাও ক্ষতির হাত থেকে বাঁচতে বোরো ধান কাটতে শুরু করে দেন । কৃষক কমল বর্মন বলেন, "সরকার থেকে মাইকিং করা হয়েছে ধান কাটার জন্য । আমরা ধান কেটে নিয়ে যাচ্ছি বাড়িতে ।"

জেলা কৃষি দফতরের উপ কৃষি অধিকর্তা আশিসকুমার বাড়ুই জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাজ্যের নির্দেশ পেয়ে বিভিন্ন ব্লকে মাইকিং করে কৃষকদের জানানো হয়েছে ধান কাটার কথা । ইতিমধ্যেই জেলার নব্ব‌ই শতাংশ বোরো ধান কাটা হয়ে গিয়েছে । পাশাপাশি পাটের জমিতে যাতে জল না জমে, সে কারণে নিকাশির ব্যবস্থা করার কথাও বলা হয়েছে । এর ফলে ক্ষতির পরিমাণ কমানো যাবে ।

আরও পড়ুন : যশ ধেয়ে আসার আগেই ফ্লাড শেল্টারে সুন্দরবনের 2 লক্ষ মানুষ

Last Updated :May 25, 2021, 9:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.