ETV Bharat / state

Gas Balloon Cylinder Blast: গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে জয়নগরে ফরেনসিক দল

author img

By

Published : Feb 15, 2023, 12:28 PM IST

ETV Bharat
গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল

জয়নগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করল ফরেনসিক দল ৷ সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা ৷

গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল

জয়নগর (দক্ষিণ 24 পরগনা), 15 ফেব্রুয়ারি: গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে জয়নগর এলেন পাঁচ সদস্যের ফরেনসিক দল (Jaynagar Gas Balloon Cylinder Blast)। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে তাঁরা সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ৷ এদিন তাঁদের সঙ্গে ছিলেন জয়নগরের সিআই দেবাঞ্জন সেন, বকুলতলা থানার ওসি তাপস মণ্ডল-সহ পুলিশের একটি বিশেষ টিম (Forensic Team at Jaynagar Gas Balloon Blast Site)।

নমুনা সংগ্রহের পাশাপাশি এলাকার মানুষদের সঙ্গে বিষয়টি জানতে চান তাঁরা ৷ পুরো ঘটনার বিষয় লিপিবদ্ধ করেন । আর এই ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল । জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হককে পাশে নিয়ে এদিন তিনি বলেন, "এই ঘটনা মর্মান্তিক, দুঃখজনক । সরকার ও আমি একজন সাংসদ হিসাবে মৃতের পরিবারদের পাশে আছি । ইতিমধ্যে রবিবার রাতের ওই ঘটনার পরে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন ।"

উল্লেখ্য, রবিবার রাতে জয়নগর বিধানসভার বাটরা এলাকায় একটি অনুষ্ঠান চলছিল । সেই উপলক্ষে বসে ছোটখাটো মেলাও ৷ অনুষ্ঠানের অনতিদূরে উওর পুদুয়ায় গ্যাস বেলুনের একটি দোকান দিয়েছিল মুচিরাম হালদার নামে এক ব্যক্তি । সেখানে থাকা গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে ৷ বেলুন বিক্রেতা মুচিরাম হালদার-সহ চারজনের মৃত্যু হয় । আহত হন প্রায় দশজন । আর সেই ঘটনার তদন্তেই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসে ফরেনসিক দল । এদিন এলাকা গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেলুনের সিলিন্ডারের কাজে ব্যবহৃত একাধিক সামগ্রী । যার নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল । এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গার মেলায় এই ধরনের ঘটনা ঘটেছে । তাই আগামী দিনে যাতে এই জাতীয় দোকান কোনও মেলায় না বসতে পারে সেই দিকে মেলা কমিটি ও প্রশাসনের নজর থাকা উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ ।

আরও পড়ুন : মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত 4, আহত 10

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.