ETV Bharat / state

Gas Balloon Cylinder Blast: মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত 4, আহত 10

author img

By

Published : Feb 13, 2023, 10:06 AM IST

গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ (Fair Tragedy at Jaynagar)৷ বেলুন বিক্রেতা-সহ মৃত্যু হল 4জনের ৷ ঘটনাটি ঘটেছে জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

জয়নগর (দক্ষিণ 24 পরগনা), 13 ফেব্রুয়ারি: মেলাতে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ ৷ ঘটনায় মৃত্যু হল বিক্রেতা-সহ 4 জনের ৷ জয়নগর রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি অনুষ্ঠানের আসর । সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে ধারে বসেছিল হরেকরকমের দোকান । যাকে ছোটখাটো একটি মেলাই বলা চলে ৷

মেলার এক জায়গায় একটি গ্যাস বেলুনের সিলিন্ডার নিয়ে বসেছিলেন গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদার । সাড়ে ন'টা নাগাদ হঠাৎ ওই গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে (Jaynagar Gas Ballon Cylinder Blast)৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদার (62)-সহ কুতুবউদ্দিন মিস্ত্রি (36), শাহিন মোল্লা (14) ও আবির গাজির ৷ গুরুতর আহত হন জনা দশেকেরও বেশি যারা ওই গ্যাস বেলুন বিক্রেতার আশেপাশে ছিলেন সেই সময় ।

সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । এর পাশাপাশি সেখানে পৌঁছয় ঘটনাস্থল লাগোয়া বকুলতলা থানার পুলিশ কর্মীরাও । কারণ সেখানেই অনুষ্ঠান মঞ্চ ও সারি সারি দোকান বসেছিল ৷ আর জায়গাটি এই দু'টি থানা এলাকার মধ্যেই l আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয়রা ৷ এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে । আয়োজকদের সঙ্গেও কথা বলা হচ্ছে । কারও গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে কিনা সেটারও খোঁজ চলছে । আহতদের শরীর খানিকটা সুস্থ হলে তাঁদের সঙ্গেও কথা বলবে পুলিশ । সামগ্রিকভাবে মেলা ঘিরে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ ।

আরও পড়ুন : মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, মৃত বেলুন বিক্রেতা, জখম 2 শিশু সহ 7

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.