Santipur Fair Tragedy: মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, মৃত বেলুন বিক্রেতা, জখম 2 শিশু সহ 7

author img

By

Published : Nov 5, 2022, 8:57 AM IST

Updated : Nov 5, 2022, 9:59 AM IST

Cylinder Blast in Santipur Fair

জগদ্ধাত্রী পুজোয় মেলায় বেলুন বিক্রি করছিলেন তিনি ৷ শনিবার রাতে হঠাৎ গ্যাস বেলুনের সিলিন্ডারটি ফেটে যায় ৷ সঙ্গে সঙ্গে মারা গেলেন বেলুন বিক্রেতা ৷ গুরুতর জখম 2 শিশু সহ অনেকে (Horrific Incident in Jagadhatri Puja Fair ) ৷

শান্তিপুর, 5 নভেম্বর: মেলায় গ্যাস বেলুনের দোকানে সিলিন্ডারে বিস্ফোরণ ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেলুন বিক্রেতা । মারাত্মক জখম হয়েছে 2 জন শিশু-সহ মোট 7 । একজনের পা বাদ পড়েছে বলে জানা গিয়েছে । শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী পুজোর মেলায় (Horrific Incident in Jagadhatri Puja Fair) ।

সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর সূত্রাগড় এলাকায় প্রতিবছর জগদ্ধাত্রী পুজোর মেলা বসে । এখানে কদমতলার মেলায় বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি । শনিবার রাতে হঠাৎ দোকানের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় । ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বেলুন বিক্রেতার । আশেপাশে থাকা সাত জন ওই বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয় ৷ তাদের মধ্যে দু'টি শিশু রয়েছে ।

শান্তিপুরে জগদ্ধাত্রীপুজোর মেলায় গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা

আরও পড়ুন: দত্তপুকুর বাজারে 35 নম্বর জাতীয় সড়কে দু’টি গাড়ি মুখোমুখি সংঘর্ষ, আহত 5

এই বিস্ফোরণে একজনের পা উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে । রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন । খবর পেয়ে হাসপাতালে পৌঁছন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ।

তিনি এই ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন, "দিন কয়েক বাদেই শান্তিপুরে রাস উৎসব রয়েছে । এই ধরনের ঘটনা যাতে আর কোনও ভাবে না ঘটে, তাই বিস্ফোরক জাতীয় গ্যাস বেলুন সিলিন্ডার ব্যবহার করায় নিষেধ করা হবে ৷" এর জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি । জনবহুল এলাকায় গ্যাস বেলুন বিক্রি বন্ধ করা নিয়ে চেয়ারম্যান নিজেও সতর্ক হবেন বলে জানান ৷ শান্তিপুর থানার পুলিশ এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে । পাশাপাশি মৃত এবং জখম ব্যক্তিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

Last Updated :Nov 5, 2022, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.