ETV Bharat / state

গোসাবায় নিহত কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য বিজেপির

author img

By

Published : Jul 16, 2021, 8:35 PM IST

কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হন রাধাননগর গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী জ্যোতির্ময় মণ্ডল ৷ শুক্রবার পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি ৷

bjp-gave-5-lakhs-rupees-financial-aid-to-died-worker-family-at-gosaba
গোসাবায় নিহত কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য বিজেপির

গোসাবা, 16 জুলাই : নিহত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্য বিজেপি (BJP) সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । শুক্রবার দক্ষিণ 24 পরগনার গোসাবার রাধাননগর গ্রামে নিহত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান তিনি ৷ পরিবারের হাতে তুলে দেন 5 লক্ষ টাকার চেক ৷ তাঁর দাবি, এই ঘটনায় জড়িত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান ৷

উল্লেখ্য, রাধানগর গ্রাম গোসাবার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ৷ সেখানেই বসবাস করতেন জ্যোতির্ময় মণ্ডল ৷ তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন ৷ অভিযোগ, কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে তিনি খুন হন ৷ এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে নিহতের পরিবারের তরফে ৷

আরও পড়ুন : সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের

তাদের দাবি, জ্যোতির্ময় বিজেপির সক্রিয় কর্মী ছিল বলেই তাঁকে খুন করা হয়েছে ৷ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের ৷ যদিও এই ঘটনায় যুক্ত থাকার সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছে শাসক দল ৷

গোসাবায় নিহত কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য বিজেপির

প্রসঙ্গত, গত 2 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফলাফল প্রকাশিত হয়েছে ৷ ডাবল সেঞ্চুরি করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু 2 মে-র রাত থেকেই রাজ্য জুড়ে শাসক দলের হাতে বিরোধী নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে বিজেপির অভিযোগ ৷ যদিও তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন যে ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি ৷

আরও পড়ুন : Post Poll Violence : কমিশনের রিপোর্টে 'কুখ্যাত অপরাধী'দের তালিকায় জ্যোতিপ্রিয়-উদয়ন-সুফিয়ান

ফলে জল গড়ায় আদালতে ৷ আদালতের নির্দেশে তদন্ত শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ৷ গতকাল, বৃহস্পতিবার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ে কলকাতা হাইকোর্টে ৷ সেখানে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তোলা হয় ৷ এমনকী, বেশ কয়েকজন তৃণমূল নেতা-মন্ত্রীর নামের আগে ‘দুষ্কৃতী’ শব্দটি বসানো হয় ৷ এই নিয়ে গতকাল সন্ধ্যা থেকেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.