ETV Bharat / state

বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : May 1, 2021, 3:29 PM IST

শুক্রবার রাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন সুনীল ৷ সেই সময় আচমকাই তৃণমূলের কর্মী অভিজিৎ রায় ওরফে গুলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ৷

সুনীল ত্রিপাঠী
সুনীল ত্রিপাঠী

বিষ্ণুপুর, 1মে : রাজ্যে ভোট পর্ব মিটলেও থামছে না হিংসার ঘটনা ৷ এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রসপুঞ্জ গ্রামের বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপি কর্মীর নাম সুনীল ত্রিপাঠী ৷

সূত্রের খবর, শুক্রবার রাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন সুনীল ৷ সেই সময় আচমকাই তৃণমূলের কর্মী অভিজিৎ রায় ওরফে গুলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ৷ সুনীল ত্রিপাঠী বলেন, "গতকাল রাতে রাস্তা দাঁড়িয়েছিলাম ৷ সেই সময় অভিজিৎ ওরফে গুলে প্রথমে হুমকি দেয় ৷ এর পরে কথা কাটাকাটি শুরু হলে তার ঘর থেকে কাঠারি নিয়ে এসে আমার মাথায় আঘাত করে ৷’’ আঘাত করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিজিৎ ৷ রক্তাক্ত অবস্থায় সুনীলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ

হাসপাতাল থেকে ফিরে সুনীল থানায় ফোন করে সবটা জানালে অভিযুক্ত অভিজিৎকে আটক করে পুলিশ ৷ তবে সুনীল এখনও থানায় যেতে পারেননি ৷ কিছুটা সুস্থ হলে তিনি থানায় যাবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র মণ্ডলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.