ETV Bharat / state

ভাঙড়ে তৃণমূলের কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ, গ্রেফতার 1

author img

By

Published : Apr 3, 2021, 2:53 PM IST

ভাঙড়ে তৃণমূলের কার্যালয় ভাঙচুর-কর্মী মারধরের অভিযোগে গ্রেফতার 1
ভাঙড়ে তৃণমূলের কার্যালয় ভাঙচুর-কর্মী মারধরের অভিযোগে গ্রেফতার 1

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনায় এখনও পর্যন্ত সাদ্দাম মোল্লা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

ভাঙড়, 3 এপ্রিল : নির্বাচনী সভা শেষে বাড়ি ফেরার পথে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ ৷ অভিযোগের তীর স্থানীয় আইএসএফ কর্মীদের বিরুদ্ধে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ ৷ গতকাল ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত ভুমরু গ্রামের ঘটনা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

আরও পড়ুন : শনিতে আগুনের গ্রাসে তপশিয়ার জুতো কারখানা

গতকাল ভুমরুতেই আইএসএফের তরফে নির্বাচনী সভা ছিল ৷ রাতে ওই সভা থেকে বাড়ি ফিরছিল দলীয় কর্মী সমর্থকরা ৷ অভিযোগ, মিটিং থেকে ফেরার পথে গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় আইএসএফের কর্মীরা ৷ এছাড়া ওই কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদেরও মারধর করে ৷ খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ আসে ৷ এলাকায় পুলিশি টহল চলছে ৷

গতরাতেই ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রেজাউল করিম ৷ তাঁর কথায়, "অপরাধীদের গ্রেফতার করা হোক ৷" তৃণমূলের আনা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে আইএসএফ নেতা রশিদ গাজি বলেন, "নিজেদের পার্টি অফিস নিজেরাই ভেঙে আমাদের উপর দোষারোপ করা হচ্ছে ৷" সাদ্দাম মোল্লা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.