ETV Bharat / state

Died By Suicide: সম্পর্ক মানতে নারাজ পরিবার, বিয়ের পরদিন আত্মঘাতী যুবক

author img

By

Published : Jun 28, 2023, 10:32 PM IST

বিয়ের পরের দিন মেয়ের মামার বাড়িতে আত্মঘাতী হলেন যুবক ৷ তাঁদের বিয়েতে সায় ছিল না ছেলেটির পরিবারের ৷

Died By Suicide
বিয়ের পরের দিন আত্মঘাতী যুবক

কোচবিহার, 28 জুন: প্রেম করে বিয়ে ৷ তা মানতে নারাজ যুবকের পরিবারের সদস্যরা ৷ মেয়ের মামার বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন যুবক । ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটের নয়ারভিটা এলাকায় । ওই যুবকের বাড়ি ফালাকাটার কুঞ্জনগরে ৷ মেয়ের বাড়ি মেখলিগঞ্জের ধাপরার ভিআইপি মোড় এলাকায় ।

জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের এই সম্পর্ক মেনে নেয়নি যুবকের পরিবার। মেয়েটির মামার বাড়ি মেখলিগঞ্জের রানিরহাটে । সোমবার রাতে ওই যুবক ও যুবতি মামার বাড়িতে যান। সেখানে সামাজিক মতে বিয়ে দেওয়া হয় দু'জনকে। যুবকের পরিবারের অমতেই সেই বিয়ে হয়। এরপর তাঁদের রেজিস্ট্রি বিয়ে করার কথা ছিল । কিন্তু বুধবার সকালে যুবতির মামার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই যুবকের ।

মামার বাড়ির লোকেরা ঘর বন্ধ অবস্থায় দেখতে পান যুবককে। এরপর দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তারপর তাঁকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যায় মেয়ের মামার বাড়ির লোকজন । হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় যুবকের । অভিযোগ, এরপর হাসপাতালে দেহ রেখে পালিয়ে যায় মেয়ের পরিবারের ও মামার বাড়ির লোকেরা ।

আরও পড়ুন: গাছে যুগলের ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

ওই যুবকের নাম দ্বিজেন্দ্র চক্রবর্তী ৷ মেয়ের নাম জুই রায় ৷ মামার নাম অরুণ বর্মন। অরুণের বাড়িতেই বিয়ে হয় তাঁদের । মেয়ের মামা অরুণ বর্মন বলেন, "যুবকের মত নিয়ে বিয়ে হয় ৷ যুবকের পরিবারের লোকেদের সঙ্গে কথাও হয়েছে । এরপর হঠাৎ বুধবার সকালে গলায় ফাঁস লাগায় যুবক ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর ।" এই ঘটনার যুবকের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মেখলিগঞ্জ থানায় । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, ফাঁস লাগিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.