ETV Bharat / state

জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে মাথাভাঙায় তৃণমূল- BJP সংঘর্ষ, আটক 1

author img

By

Published : Aug 16, 2019, 3:05 AM IST

Updated : Aug 16, 2019, 10:32 PM IST

অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসে পতাকা উত্তোলনে বাধা দেয় BJP আশ্রিত একদল দুষ্কৃতী । ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায় । ঘোকসাডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এক তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে ৷

তৃণমূল- BJP সংঘর্ষ

মাথাভাঙা, 16 অগাস্ট : পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে তৃণমূল- BJP সংঘর্ষ । কোচবিহারের মাথাভাঙার ঘটনা । ঘোকসাডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় এক তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে ৷

আরও পড়ুন : 107 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন : মুকুল

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বন্ধ ছিল মাথাভাঙা 2 নম্বর ব্লকের পারডুবিতে তৃণমূলের পার্টি অফিসটি । গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কয়েকজন তৃণমূল কর্মী সেখানে পতাকা উত্তোলন করতে গেছিলেন । অভিযোগ, সে সময় তাদের বাধা দেয় BJP । এরপরই উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । বাধার মুখে পড়েন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও ।

দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : পতাকা উত্তোলনের সময় BJP কর্মীদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, "যারা জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে পারে না তারাই এ ধরনের দুষ্কৃতীমূলক কাজ করতে পারে ।" অন্যদিকে, কোচবিহারের BJP জেলা সহ সভাপতি প্রতাপ সরকার বলেন, "আমাদের দলের কেউ জড়িত ছিল না । স্বাধীনতা দিবসের দিন যেখানে সাধারণ মানুষ অবাধে দিনটি উদযাপন করছে, সেখানেও রাজনীতি করছে তৃণমূল ৷"

আরও পড়ুন : স্বাধীনতা দিবস উদযাপনে কংগ্রেসের মঞ্চে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

Intro:মাথাভাঙ্গায় তৃনমূল পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন ঘিরে TMC -BJP উত্তেজনা ।আটক এক ৷


কোচবিহার :১৫ আগস্ট:

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কোচবিহার জেলার অধিকাংশ তৃণমূল নেতারা ঘরছাড়া ,এমনকি  দলীয় কার্যালয়েও তারা আসেন না । জেলা জুড়ে  তৃণমূলের অধিকাংশ দলীয় কার্যালয় বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলীয় কার্যালয় খুলে পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করেন ।সেই পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা দেন BJP এমন অভিযোগ উঠে ৷উল্লেখ্য যে লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে ওই তৃনমূল কার্যালয় চাপের মুখে বন্ধ করে রাখেন তৃনমূল ৷আজ , কিছু তৃনমূল কর্মী সেই পরিত্যক্ত পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনে করে দলীয় কার্যালয় খোলেন ৷মূলত জাতীয় পতাকা উত্তোলন করে তৃনমূল পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তৃণমূল কর্মীদের ওপর চরাও হয় বলে অভিযোগ তৃণমূলের ।ঘটনায় তৃনমূল এবং BJP মধ্যে শুরু হয় হাতাহাতি ৷ উত্তেজনা ছড়ায় এলাকায় ৷



এমনকি এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মোবাইল ক্যামেরা ছুড়ে ফেলা হয় , হেনস্থার শিকার হতে হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের । কোন ছবি তলা যাবে না বলে চরম হুঁশিয়ারিদেন দুষ্কৃতিরা ৷ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয় । ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।ঘটনায় এক তৃনমূল কর্মীকে আটক করে পুলিশ ৷


এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন জানান " যারা ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে জানে না, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে পারে না তারাই পারে এধরনের দুষ্কৃতীমূলক কাজ করতে ।"

এবিষয়ে বিজেপির  কোচবিহার জেলা সহ সভাপতি প্রতাপ সরকার জানান "আমাদের দলের কেউ জড়িত ছিল না এধরনের ঘটনায় । এটা সাধারণ মানুষের বহি:প্রকাশ। বিজেপির নামে যদি কেউ দাগ লাগায় সেটা তার দায়িত্ব । স্বাধীনতা দিবসের দিন যেখানে সাধারণ মানুষ অবাধে দিনটি উদযাপন করে চলাচল করবে  সেখানেও রাজনীতি করছে তৃনমূল ৷Body:COB Conclusion:
Last Updated :Aug 16, 2019, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.