ETV Bharat / state

রাজনৈতিক প্রভাব খাটিয়ে 261 কোটির মালিক শেখ শাহজাহান! চার্জশিটে দাবি ইডির - Sheikh Shahjahan Property

Chargesheet Against Sheikh Shahjahan: চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি ৷ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন সন্দেশখালির শেখ শাহজাহান ৷ তথ্য-প্রমাণ এমনটাই বলছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 4:39 PM IST

Sheikh Shahjahan
শেখ শাহজাহানের সম্পত্তির বিষয়ে চাঞ্চল্যকর দাবি ইডি (নিজস্ব ছবি)

কলকাতা, 28 মে: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের এখনও পর্যন্ত 261 কোটি টাকার সম্পদের হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সোমবার শেখ শাহজাহান, তার ভাই আলমগীর শিবু হাজরা ও উত্তমের নামে চার্জশিট পেশ করেছে ইডি ।

সংশ্লিষ্ট চার্জশিটে ইডি উল্লেখ করেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই শেখ শাহজাহান একাধিক সরল গ্রামবাসীর বিঘার পর বিঘা জমি গ্রাস করেছিল । এছাড়াও, একাধিক অবৈধ কারবারের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার মালিক হয় শেখ শাহজাহান এবং তার অনুগামীরা । ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা শেখ শাহজাহানের একটি সংস্থার হদিশ পান, যার নাম শেখ সাবিনা ৷ এই সংস্থা থেকে প্রায় 31 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ।

ইডি সূত্রের খবর, শেখ শাহজাহানের চিংড়ির আমদানি-রফতানির ব্যবসা ছিল । এলাকার বাসিন্দাদের জমি জোর করে দখল করে নিতেন তার লোকজন বলে অভিযোগ । উল্লেখ করা হয়েছে, এলাকার যে বাসিন্দারা তাদের জমি দিতে অস্বীকার করতেন, তাদের প্রাণনাশের হুমকি দিত 'সন্দেশখালির বাদশা' । জানা গিয়েছে, এলাকার বহু জমি নিজেদের নামে করিয়েছিল শেখ শাহজাহানের দলবল ।

ইতিমধ্যেই শেখ শাহজাহানের একাধিক ব্যবসার সহযোগীদের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা । এর সঙ্গে যুক্ত একাধিক তথ্য-প্রমাণ জোগাড় করে সংশ্লিষ্ট চার্জশিটে শেখ শাহজাহানের নামের এখনও পর্যন্ত 261 টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

কলকাতা, 28 মে: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের এখনও পর্যন্ত 261 কোটি টাকার সম্পদের হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সোমবার শেখ শাহজাহান, তার ভাই আলমগীর শিবু হাজরা ও উত্তমের নামে চার্জশিট পেশ করেছে ইডি ।

সংশ্লিষ্ট চার্জশিটে ইডি উল্লেখ করেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই শেখ শাহজাহান একাধিক সরল গ্রামবাসীর বিঘার পর বিঘা জমি গ্রাস করেছিল । এছাড়াও, একাধিক অবৈধ কারবারের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার মালিক হয় শেখ শাহজাহান এবং তার অনুগামীরা । ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা শেখ শাহজাহানের একটি সংস্থার হদিশ পান, যার নাম শেখ সাবিনা ৷ এই সংস্থা থেকে প্রায় 31 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ।

ইডি সূত্রের খবর, শেখ শাহজাহানের চিংড়ির আমদানি-রফতানির ব্যবসা ছিল । এলাকার বাসিন্দাদের জমি জোর করে দখল করে নিতেন তার লোকজন বলে অভিযোগ । উল্লেখ করা হয়েছে, এলাকার যে বাসিন্দারা তাদের জমি দিতে অস্বীকার করতেন, তাদের প্রাণনাশের হুমকি দিত 'সন্দেশখালির বাদশা' । জানা গিয়েছে, এলাকার বহু জমি নিজেদের নামে করিয়েছিল শেখ শাহজাহানের দলবল ।

ইতিমধ্যেই শেখ শাহজাহানের একাধিক ব্যবসার সহযোগীদের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা । এর সঙ্গে যুক্ত একাধিক তথ্য-প্রমাণ জোগাড় করে সংশ্লিষ্ট চার্জশিটে শেখ শাহজাহানের নামের এখনও পর্যন্ত 261 টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.