ETV Bharat / entertainment

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির প্রথম শ্যুটিঙেই ছিল ফুলশয্যার দৃশ্য ! তারপর... - Prosenjit Rituparna Interview

author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 4:16 PM IST

Prosenjit-Rituparna Interview: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির প্রথম শ্যুটিঙেই ছিল ফুলশয্যার দৃশ্য ৷ এমনই নানা কথা ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেন বাংলা ফিল্মের জনপ্রিয় জুটি ৷

ETV BHARAT
আড্ডায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা (নিজস্ব চিত্র)

কলকাতা, 28 মে: উত্তম-সুচিত্রার পর এরকম রোম্যান্টিক জুটি আসেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ আর তারই ফলশ্রুতিতে পঞ্চাশতম ছবির রেকর্ড গড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ একটি নামের সঙ্গে আরেকটি যেন জুড়ে আছে । আর তাঁদের জুটির শুরুটাই হয়েছিল রোমান্টিকতা দিয়ে ৷ প্রথম দিনের শুটিঙেই ছিল ফুলশয্যার দৃশ্য ৷ ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় এ কথা জানালেন অভিনেত্রী ৷

আড্ডায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা (নিজস্ব ভিডিয়ো)

সেই 'নাগপঞ্চমী' থেকে জুটি বাঁধেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা । এর পর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', 'মনের মানুষ', 'স্ত্রীর মর্যাদা', 'মধুর মিলন', 'সুন্দরী', 'বাবা কেন চাকর', 'মধু মালতী', 'মনের মানুষ', 'তুমি এলে তাই', 'প্রাক্তন', 'দৃষ্টিকোণ'-এর মতো ছবিতে দর্শকের মন ভরান দু'জনে । এ বার আসছে তাঁদের জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য ৷

ঋতুপর্ণা সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন, "আমাদের প্রথম দিনের শ্যুটিঙেই ছিল ফুলশয্যার দৃশ্য। এরপর সমুদ্রের পাড়ে রোমান্টিক গানের দৃশ্য । আমাদের জুটিটা শুরুই হয়েছে রোমান্টিকতা দিয়ে । যে ছবিই করেছি তা সম্পর্কের গল্পেই। যা দর্শক আজও ভালোবাসেন । 14 বছর পর ফিরেও এলাম জুটি হয়ে । সেই ছবিতে শেষে মিল না দেখালেও দর্শক হাততালি দিয়েছে এবং কেঁদেছে । এর থেকে বড় প্রাপ্তি আমাদের জুটির আর কী হতে পারে ? একটা কথাই বলব, এভাবেও ফিরে আসা যায় ।"

ঋতুপর্ণার পাশে বসে গল্পে, আড্ডায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নেন বুম্বাদা ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বানানোর কায়দা থেকে তাঁর সঙ্গে কাজ করার মজা সবই উঠে আসে আড্ডায় । এখানেই শেষ নয়, একে অপরকে কখনও রাগতে দেখেছেন কি না সেটে, তা নিয়েও মন খুলে কথা বলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা ।

কলকাতা, 28 মে: উত্তম-সুচিত্রার পর এরকম রোম্যান্টিক জুটি আসেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ আর তারই ফলশ্রুতিতে পঞ্চাশতম ছবির রেকর্ড গড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ একটি নামের সঙ্গে আরেকটি যেন জুড়ে আছে । আর তাঁদের জুটির শুরুটাই হয়েছিল রোমান্টিকতা দিয়ে ৷ প্রথম দিনের শুটিঙেই ছিল ফুলশয্যার দৃশ্য ৷ ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় এ কথা জানালেন অভিনেত্রী ৷

আড্ডায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা (নিজস্ব ভিডিয়ো)

সেই 'নাগপঞ্চমী' থেকে জুটি বাঁধেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা । এর পর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', 'মনের মানুষ', 'স্ত্রীর মর্যাদা', 'মধুর মিলন', 'সুন্দরী', 'বাবা কেন চাকর', 'মধু মালতী', 'মনের মানুষ', 'তুমি এলে তাই', 'প্রাক্তন', 'দৃষ্টিকোণ'-এর মতো ছবিতে দর্শকের মন ভরান দু'জনে । এ বার আসছে তাঁদের জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য ৷

ঋতুপর্ণা সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন, "আমাদের প্রথম দিনের শ্যুটিঙেই ছিল ফুলশয্যার দৃশ্য। এরপর সমুদ্রের পাড়ে রোমান্টিক গানের দৃশ্য । আমাদের জুটিটা শুরুই হয়েছে রোমান্টিকতা দিয়ে । যে ছবিই করেছি তা সম্পর্কের গল্পেই। যা দর্শক আজও ভালোবাসেন । 14 বছর পর ফিরেও এলাম জুটি হয়ে । সেই ছবিতে শেষে মিল না দেখালেও দর্শক হাততালি দিয়েছে এবং কেঁদেছে । এর থেকে বড় প্রাপ্তি আমাদের জুটির আর কী হতে পারে ? একটা কথাই বলব, এভাবেও ফিরে আসা যায় ।"

ঋতুপর্ণার পাশে বসে গল্পে, আড্ডায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নেন বুম্বাদা ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বানানোর কায়দা থেকে তাঁর সঙ্গে কাজ করার মজা সবই উঠে আসে আড্ডায় । এখানেই শেষ নয়, একে অপরকে কখনও রাগতে দেখেছেন কি না সেটে, তা নিয়েও মন খুলে কথা বলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.