ETV Bharat / state

Summer Vacation : এবছর গরমের ছুটি দিচ্ছে না পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

author img

By

Published : May 26, 2022, 10:55 AM IST

Cooch Behar Panchanan Barma University News
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল । এরপর অনলাইনে ক্লাস চালু হলেও পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে অনেকটা সমস্যা হয়েছে । সে কারণেই এবছরে আর আলাদা করে গরমের ছুটি দেওয়া হচ্ছে না পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে (Panchanan Barma University authorities are not giving summer vacation this year) ৷

কোচবিহার, 26 মে : 1 জুন থেকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গরমে ছুটির কথা থাকলেও এবার আলাদা করে আর ছুটি হচ্ছে না (No Summer Vacation at Panchanan Barma University this year) । বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে 20 জুন থেকে 30 জুন পর্যন্ত কলেজ এবং 20 জুন থেকে 26 শে জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে । মূলত পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবকুমার মুখোপাধ্যায়ের বলেন, "পরীক্ষা প্রস্তুতির জন্য সপ্তাহখানেকের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল । এতে ছাত্রদের পড়াশোনার অনেকটাই ক্ষতি হয়েছে । পরবর্তীতে অনলাইনে ক্লাস চালু হলেও পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে অনেকটা সমস্যা হয়েছে । সে কারণেই এবছরে আর আলাদা করে গরমের ছুটি দেওয়া হচ্ছে না । সেসময় ক্লাস করালে ছাত্রছাত্রীরা অনেকটাই উপকৃত হবে বলে অভিমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের । আর তাই এবছর আর আলাদা করে গরমের ছুটি দেওয়া হচ্ছে না । বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রীরাও ।

আরও পড়ুন : Adarsh Middle School Katihar : বিহারে স্কুলে একই ব্ল্যাকবোর্ডে হিন্দি ও উর্দু ক্লাস

ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা উত্তম ঘোষ বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই । এতে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে অনেকটা উপকৃত হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.