কাটিহার, 16 মে : শিক্ষা দফতর নিয়ে প্রায়ই শিরোনামে থাকে বিহার ৷ এমননি কাটিহারের একটি স্কুল খবরের শিরোনামে । যেখানে হিন্দি ও উর্দু দুটি ভিন্ন বিষয় একই ব্ল্যাকবোর্ডে একই সঙ্গে পড়ানো হচ্ছে । শুধু তাই নয়, এখানে একই কক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে ।
ঘটনাটি কাটিহারের আদর্শ মিডল স্কুলের(Adarsh Middle School Katihar) ৷ যেখানে হিন্দি এবং উর্দু শিক্ষকরা একই সময়ে একই ব্ল্যাকবোর্ডে উভয় ভাষাতেই শিক্ষার্থীদের পড়ান । যার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদানে অনেক অসুবিধা হয় । এমতাবস্থায় ব্ল্যাকবোর্ড ভাগ করে দুই শিক্ষক একসঙ্গে পড়ান এবং তৃতীয় শিক্ষক ছাত্রছাত্রীদের ওপর নজরদারি করেন ।
আদর্শ মধ্য বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, "আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই এবং সেই কারণে আমরা একই ক্লাসে শিক্ষার্থীদের পড়াই । উর্দু প্রাথমিক বিদ্যালয়টি 2017 সালে শিক্ষা বিভাগ আমাদের বিদ্যালয়ে স্থানান্তরিত করে দেয় । শিক্ষকরা একই ক্লাসে হিন্দি ও উর্দু উভয় ভাষাই পড়ান । ব্ল্যাকবোর্ডের একদিকে হিন্দি এবং অন্যদিকে উর্দু শেখানো হয় । একজন শিক্ষক হিন্দি পড়ান এবং অন্যজন একই সঙ্গে উর্দু পড়ান ।"
আরও পড়ুন : আবারও বন্ধ স্কুল, ফের অন্ধকারে স্কুলবাস-পুলকারের ব্যবসা
কাটিহার জেলা শিক্ষা আধিকারিক কামেশ্বর গুপ্তকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আদর্শ মিডল স্কুলে একটি উর্দু স্কুল শিফট হয়েছে । যেখানে একটি ঘর দেওয়া হয়েছে । সেখানেই বিষয়টি সামনে এসেছে । আমরা সেখানে খোঁজখবর নেব, কেন এমন হচ্ছে তা দেখব । মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কম হলে তাদের কাছ থেকে আরও একটি কক্ষ নিয়ে উর্দু প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে । একই ঘরে একই ব্ল্যাকবোর্ডে বিভিন্ন শ্রেণির শিশুদের পড়ানো হচ্ছে, যা ভাল নয় ।"