ETV Bharat / bharat

Adarsh Middle School Katihar : বিহারে স্কুলে একই ব্ল্যাকবোর্ডে হিন্দি ও উর্দু ক্লাস

বিহারে এমন একটি স্কুল রয়েছে যেখানে শিক্ষকরা একই ব্ল্যাকবোর্ড ভাগ করে একই সময়ে দুটি ভিন্ন বিষয় পড়ান (Adarsh Middle School Katihar)। ব্ল্যাকবোর্ডের অনন্য বিভাজনের ঘটনাটি কাটিহারের, যেখানে একই ব্ল্যাকবোর্ডে একই সঙ্গে হিন্দি এবং উর্দু বিষয়গুলি পড়ানো হচ্ছে ।

Adarsh Middle School Katihar
বিহারে স্কুলে একই ব্ল্যাকবোর্ডে হিন্দি ও উর্দু ক্লাস
author img

By

Published : May 16, 2022, 10:56 PM IST

কাটিহার, 16 মে : শিক্ষা দফতর নিয়ে প্রায়ই শিরোনামে থাকে বিহার ৷ এমননি কাটিহারের একটি স্কুল খবরের শিরোনামে । যেখানে হিন্দি ও উর্দু দুটি ভিন্ন বিষয় একই ব্ল্যাকবোর্ডে একই সঙ্গে পড়ানো হচ্ছে । শুধু তাই নয়, এখানে একই কক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে ।

ঘটনাটি কাটিহারের আদর্শ মিডল স্কুলের(Adarsh Middle School Katihar) ৷ যেখানে হিন্দি এবং উর্দু শিক্ষকরা একই সময়ে একই ব্ল্যাকবোর্ডে উভয় ভাষাতেই শিক্ষার্থীদের পড়ান । যার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদানে অনেক অসুবিধা হয় । এমতাবস্থায় ব্ল্যাকবোর্ড ভাগ করে দুই শিক্ষক একসঙ্গে পড়ান এবং তৃতীয় শিক্ষক ছাত্রছাত্রীদের ওপর নজরদারি করেন ।

আদর্শ মধ্য বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, "আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই এবং সেই কারণে আমরা একই ক্লাসে শিক্ষার্থীদের পড়াই । উর্দু প্রাথমিক বিদ্যালয়টি 2017 সালে শিক্ষা বিভাগ আমাদের বিদ্যালয়ে স্থানান্তরিত করে দেয় । শিক্ষকরা একই ক্লাসে হিন্দি ও উর্দু উভয় ভাষাই পড়ান । ব্ল্যাকবোর্ডের একদিকে হিন্দি এবং অন্যদিকে উর্দু শেখানো হয় । একজন শিক্ষক হিন্দি পড়ান এবং অন্যজন একই সঙ্গে উর্দু পড়ান ।"

বিহারে স্কুলে একই ব্ল্যাকবোর্ডে হিন্দি ও উর্দু ক্লাস

আরও পড়ুন : আবারও বন্ধ স্কুল, ফের অন্ধকারে স্কুলবাস-পুলকারের ব্যবসা

কাটিহার জেলা শিক্ষা আধিকারিক কামেশ্বর গুপ্তকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আদর্শ মিডল স্কুলে একটি উর্দু স্কুল শিফট হয়েছে । যেখানে একটি ঘর দেওয়া হয়েছে । সেখানেই বিষয়টি সামনে এসেছে । আমরা সেখানে খোঁজখবর নেব, কেন এমন হচ্ছে তা দেখব । মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কম হলে তাদের কাছ থেকে আরও একটি কক্ষ নিয়ে উর্দু প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে । একই ঘরে একই ব্ল্যাকবোর্ডে বিভিন্ন শ্রেণির শিশুদের পড়ানো হচ্ছে, যা ভাল নয় ।"

কাটিহার, 16 মে : শিক্ষা দফতর নিয়ে প্রায়ই শিরোনামে থাকে বিহার ৷ এমননি কাটিহারের একটি স্কুল খবরের শিরোনামে । যেখানে হিন্দি ও উর্দু দুটি ভিন্ন বিষয় একই ব্ল্যাকবোর্ডে একই সঙ্গে পড়ানো হচ্ছে । শুধু তাই নয়, এখানে একই কক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে ।

ঘটনাটি কাটিহারের আদর্শ মিডল স্কুলের(Adarsh Middle School Katihar) ৷ যেখানে হিন্দি এবং উর্দু শিক্ষকরা একই সময়ে একই ব্ল্যাকবোর্ডে উভয় ভাষাতেই শিক্ষার্থীদের পড়ান । যার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদানে অনেক অসুবিধা হয় । এমতাবস্থায় ব্ল্যাকবোর্ড ভাগ করে দুই শিক্ষক একসঙ্গে পড়ান এবং তৃতীয় শিক্ষক ছাত্রছাত্রীদের ওপর নজরদারি করেন ।

আদর্শ মধ্য বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, "আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই এবং সেই কারণে আমরা একই ক্লাসে শিক্ষার্থীদের পড়াই । উর্দু প্রাথমিক বিদ্যালয়টি 2017 সালে শিক্ষা বিভাগ আমাদের বিদ্যালয়ে স্থানান্তরিত করে দেয় । শিক্ষকরা একই ক্লাসে হিন্দি ও উর্দু উভয় ভাষাই পড়ান । ব্ল্যাকবোর্ডের একদিকে হিন্দি এবং অন্যদিকে উর্দু শেখানো হয় । একজন শিক্ষক হিন্দি পড়ান এবং অন্যজন একই সঙ্গে উর্দু পড়ান ।"

বিহারে স্কুলে একই ব্ল্যাকবোর্ডে হিন্দি ও উর্দু ক্লাস

আরও পড়ুন : আবারও বন্ধ স্কুল, ফের অন্ধকারে স্কুলবাস-পুলকারের ব্যবসা

কাটিহার জেলা শিক্ষা আধিকারিক কামেশ্বর গুপ্তকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আদর্শ মিডল স্কুলে একটি উর্দু স্কুল শিফট হয়েছে । যেখানে একটি ঘর দেওয়া হয়েছে । সেখানেই বিষয়টি সামনে এসেছে । আমরা সেখানে খোঁজখবর নেব, কেন এমন হচ্ছে তা দেখব । মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কম হলে তাদের কাছ থেকে আরও একটি কক্ষ নিয়ে উর্দু প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে । একই ঘরে একই ব্ল্যাকবোর্ডে বিভিন্ন শ্রেণির শিশুদের পড়ানো হচ্ছে, যা ভাল নয় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.