ETV Bharat / state

কোচবিহারে প্রতিদিন লাখের বেশি মানুষ ১০০ দিনের কাজ করছে : রবীন্দ্রনাথ ঘোষ

author img

By

Published : Jun 6, 2020, 10:52 PM IST

লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমিক। জেলায় ফেরার পর তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে কোচবিহার প্রশাসন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, প্রায় লাখের বেশি মানুষ প্রতিদিন 100 দিনের প্রকল্পের কাজ করছেন।

Cooch behar
Cooch behar

কোচবিহার, ৬ জুন : জেলায় প্রতিদিন এক লাখের বেশি মানুষ 100 দিন প্রকল্পের কাজ করছেন । লকডাউনের জেরে জেলার বহু মানুষ কর্মহীন হয়ে ফিরেছেন। এঁরা প্রত্যেকেই ভিন রাজ্যে কাজ করতেন। তাঁদের জন্যই ১০০ দিনের প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷

কোচবিহার জেলার পাঁচটি মহকুমা থেকে বহু মানুষ দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে কাজের সন্ধানে যান । কোরোনা পরিস্থিতিতে ইতিমধ্যে ভিনরাজ্য থেকে শ্রমিকরা ট্রেনে, বাসে, ট্রাকে করে বাড়ি ফিরতে শুরু করেছেন । কতজন শ্রমিক ফিরেছেন সেই বিষয়ে কোচবিহার জেলাপ্রশাসন এখনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি ।

জেলায় ফেরা শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে 100 দিনের কাজ শুরু হয়েছে । মে মাসে কোচবিহার জেলায় 100 দিনের কাজে 12 লাখ শ্রমিক নিয়োগ করা হয়েছে । চলতি মাসে তা বাড়িয়ে 20 লাখ শ্রমিক নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে কোচবিহার জেলাপ্রশাসন । ইতিমধ্যে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে ।

পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "জেলার 12 টি ব্লকে প্রতিদিন এক লাখ মানুষ 100 দিনের কাজ করছেন । যে পরিযায়ী শ্রমিকদের জবকার্ড রয়েছে তাঁরা সরাসরি কাজ পাবেন । যাঁদের জবকার্ড নেই তাঁরা BDO অফিসে আবেদন করলেই তাঁদের কার্ড দেওয়া হবে ।"

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে আমরা নতুন করে তিন হাজার জবকার্ড তৈরি করেছি । আরও বেশি জবকার্ড তৈরির পরিকল্পনা রয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.