ETV Bharat / state

সিতাইয়ে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : May 30, 2021, 4:15 PM IST

বিকেলে বাড়ি থেকে বেরোলেও রাতে বাড়ি না ফেরায়, পরিবারের লোকেরা রাতেই খোজাখুজি শুরু করেন । এরপর আজ সকালে বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি কর্মী অনিল বর্মণের ।

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
প্রতীকী ছবি

কোচবিহার, 30 মে : বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার কোচবিহারে । ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের হোকদহ গ্রামে । মৃত বিজেপি কর্মী নাম অনিল বর্মণ । বিজেপির অভিযোগ, তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর । যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল জেলা নেতৃত্ব ৷ তাঁদের দাবি, ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ।

বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই অশান্ত কোচবিহার । ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে । এদের মধ্যে 3 জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । গত সপ্তাহে শীতলকুচিতে বাশ ঝোপে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় । এরপর হোকদহ গ্রামের বিজেপি কর্মী অনিল বর্মণ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে বাড়ি ছাড়া ।

গতকাল তিনি বাড়ি ফিরে আসেন । বিকেলে বাড়ি থেকে বেরোলেও রাতে বাড়ি না ফেরায়, পরিবারের লোকেরা রাতেই খোজাখুজি শুরু করেন । আজ সকালে বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর ।

বিজেপির অভিযোগ রাতে তৃণমূল দুষ্কৃতীরা তাঁকে মেরে ঝুলিয়ে দিয়েছে । জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা বলেন, তৃণমূল খুন করে তাকে ঝুলিয়ে দিয়েছে । কোচবিহারে গনতন্ত্র বলে কিছু নেই । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, বিজেপি সমস্ত মৃত্যুতে রাজনীতি দেখছে । ময়নাতদন্ত করলে গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.