ETV Bharat / state

রাস উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক

author img

By

Published : Nov 29, 2020, 7:36 AM IST

Coochbehar
জেলাশাসক পবন কাদিয়ান

এবার রাস উৎসব 15 দিন চললেও রাসমেলা হচ্ছে না । তবে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকটি দোকান দিয়ে রাসমেলা মাঠ সংলগ্ন দু'টি স্কুলে ছোট মেলা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা ।

কোচবিহার , 29 নভেম্বর : কোচবিহারের ঐতিহ্য়বাহী রাস উৎসবের সূচনা আজ । তার আগে গতকাল রাতে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান । তিনি বলেন , "কোরোনা পরিস্থিতির মধ্যে রাস উৎসব শুরু হচ্ছে । ভিড় এড়াতে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে । "

আগে রাজারা কোচবিহার রাস উৎসবের উদ্বোধন করতেন । তবে বর্তমানে কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক উদ্বোধন করেন । সেই প্রথা মেনে রবিবার রাত 9 টা 10 মিনিটে বিশেষ পুজোর পর জেলাশাসক পবন কাদিয়ান রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করবেন । এরপর ভক্ত ও সাধারণ মানুষের জন্য মদনমোহন বাড়ির গেট খুলে দেওয়া হবে । গতকাল রাতে কোচবিহারের মদমোহনের বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি ।

এবার রাস উৎসব 15 দিন চললেও রাসমেলা হচ্ছে না । তবে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকটি দোকান দিয়ে রাসমেলা মাঠ সংলগ্ন দু'টি স্কুলে ছোটো মেলা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.