ETV Bharat / state

Anubrata Picture in Poush Mela Banner: বিকল্প পৌষমেলায় অনুব্রতর ছবি-সহ ব্যানার, ফেসবুকে কটাক্ষ তৃণমূল নেতার

author img

By

Published : Dec 24, 2022, 5:57 PM IST

বীরভূমে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে (TMC Factionalism) ৷ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নাম না করে কটাক্ষ বীরভূম জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষের ৷

ETV Bharat
বীরভূমে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

বিকল্প পৌষমেলায় অনুব্রতর ছবি-সহ ব্যানার

বোলপুর, 24 ডিসেম্বর: "রাস্তায় ছবি থাকলেই যদি নেতা হওয়া যেত, তাহলে সবাই নেতা হত । পুরনো দিনের কথা ভুলে যেতে নেই ৷ কী ছিনু আর কী হনু।" নাম না-করে ফেসবুক পোস্ট করে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) কটাক্ষ করলেন তৃণমূল (TMC) বীরভূম জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ । একদা তিনি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ৷ অনুব্রত বিচারবিভাগীয় হেফাজতে যেতেই দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে ৷

প্রসঙ্গত, বিকল্প পৌষমেলার (Poush Mela) জন্য বোলপুরের রাস্তায় ও মেলা প্রাঙ্গণে একাধিক ব্যানার-পোস্টার (Poster) লাগানো হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনুব্রত মণ্ডলের ছবি (Anubrata Picture) ৷ গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বর্তমানে দলীয় কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে দুবরাজপুর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন তিনি ।

অনুব্রত মণ্ডল হেফাজতে যেতেই বীরভূমের মসনদ দখলের ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে । কিন্তু, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত এখন রয়েছে তাঁর প্রিয় 'কেষ্ট'-র উপর ৷ তাই এখনও পর্যন্ত সব পদেই বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল । একদা অনুব্রত ঘনিষ্ঠ ছিলেন তৃণমূলের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ । পরের দিকে দূরত্ব বাড়ে । সুদীপ্তর স্ত্রী পর্ণা ঘোষ হলেন বোলপুর পৌরসভার চেয়ারপার্সন । বিকল্প পৌষমেলার আয়োজনে রয়েছে বোলপুর পৌরসভা । তাই স্বাভাবিকভাবেই মেলার মূল কাণ্ডারীদের মধ্যে অন্যতম সুদীপ্ত ঘোষ । কিন্তু দেখা যাচ্ছে বোলপুরের রাস্তায়, মেলা প্রাঙ্গনের ব্যানার-পোস্টারে অনুব্রত মণ্ডলের ছবি (Poush Utsav 2022) ।

এ দিন সোশাল মাধ্যমে সুদীপ্ত ঘোষ লেখেন, "রাস্তায় দু-একটা ছবি থাকলেই যদি নেতা হওয়া যেত, তাহলে সবাই নেতা হয়ে যেত ৷ নেতা হতে গেলে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয় ৷ পুরনো দিনের কথা ভুলে যেতে নেই । কী ছিনু আর কী হনু ।"

Poush Mela Banner controversy
বীরভূম জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষের পোস্ট

আরও পড়ুন: হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা, প্রথা মেনে শুরু 'পৌষ উৎসব'

এককথায় নাম না-করে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন তিনি । যা নিয়ে জল্পনা তুঙ্গে ৷ যদিও, এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ সুদীপ্ত । তবে এই বিষয়ে বিজেপি নেতা কাঞ্চন ঘোষ বলেন, "অনুব্রত মণ্ডল জেলে যেতেই কে মসনদে বসবে সেই দ্বন্দ্ব শুরু । তৃণমূল দলটাই দুর্নীতির মধ্য দিয়ে চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.