ETV Bharat / state

TMC Dharna in Bolpur: হাতে ঝুড়ি ও কোদাল, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে মন্ত্রী চন্দ্রনাথ

author img

By

Published : Aug 6, 2023, 6:18 PM IST

TMC Sit in Protest: ঝুড়ি ও কোদালকে হাতে শ্রমিকদের নিয়ে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সরব হলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ দলের ঘোষণা অনুযায়ী বোলপুরে অবস্থান বিক্ষোভে বসলেন তিনি ৷

TMC Sit in Protest
তৃণমূলের ধরনা

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে মন্ত্রী চন্দ্রনাথ

বোলপুর, 6 অগস্ট: ঝুড়ি ও কোদাল হাতে শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত এদিন রাজ্যের দিকে দিকে বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামে শাসকদল । সেই মত বীরভূমেও পথে নামেন তৃণমূল নেতা-মন্ত্রীরা ৷ চন্দ্রনাথ সিনহা বলেন, "বিজেপি সরকার বাংলাকে ও বাঙালিকে মারার চক্রান্ত করছে । একশো দিনের কাজ-সহ আবাস যোজনা, সড়ক যোজনার টাকা আটকে রেখে দিয়েছে । মানুষের পাওনা টাকা আটকে দিচ্ছে । সমস্ত বিষয়ে কেন্দ্র হস্তক্ষেপ করছে । কেন্দ্র-রাজ্য সম্পর্ক নষ্ট করছে ৷ তাই আমাদের নেত্রী প্রতিবাদের ডাক দিয়েছে ।"

প্রসঙ্গত, বিজেপির সব নেতাদের নিয়ে একটি তালিকা তৈরি করুন । ব্লক থেকে শুরু করে সব স্তরের নেতাদের সেই তালিকায় রাখবেন । এরপর আগামী 5 অগস্ট সেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল 10টা থেকে সন্ধে 6টা, আট ঘণ্টা ধরে ঘেরাও চলবে ৷ বয়স্কদের ছাড় দেবেন । ওই সময় বিজেপি নেতারা বাড়িতে ঢুকতে ও বেরতে পারবেন না ৷ কারও গায়ে হাত দেবেন না ৷ প্ররোচনায় পা দেবেন না ৷ শান্তিপূর্ণভাবে ঘেরাও করবেন ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এমনই বিস্ফোরক ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে বিতর্ক হয় ৷

পরে ওই মঞ্চ থেকে কর্সসূচিতে বদল আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে 200 মিটার দূরে প্রতীকী ঘেরাও করার ডাক দিয়েছিলেন । যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাইকোর্ট 5 অগস্ট ঘেরাও করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় । তাই ফের তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, 6 অগস্ট অবস্থান বিক্ষোভ করা হবে । সেই মত এ দিন রাজ্যের দিকে দিকে মঞ্চ করে অবস্থান বিক্ষোভে সামিল হন তৃণমূল নেতৃত্ব । বীরভূম জেলাতেও একই ভাবে চলে এই বিক্ষোভ ।

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, রাজ্যজুড়ে ধরনায় তৃণমূল; পথে নামলেন অর্জুন-ববিরা

এদিন বোলপুরে কোদাল, ঝুড়ি প্রভৃতি হাতে শ্রমিকদের নিয়ে অবস্থান বিক্ষোভ করেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা । একশো দিনের কাজে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দলের নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভে সামিল হন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.