ETV Bharat / state

Posters Against Israel: রাস্তায় মিলল 'হেট ইজরায়েল' লেখা সে দেশের শতাধিক পতাকা, তপ্ত দুবরাজপুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 6:19 PM IST

Israel-Hamas War: বীরভূমের দুবরাজপুরের রাস্তায় মিলল 'হেট ইজরায়েল' লেখা সে দেশের শতাধিক পতাকা ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

Poster Against Israel
রাস্তায় মিলল 'হেট ইজরায়েল' লেখা পোস্টার

দুবরাজপুর, 31 অক্টোবর: রাস্তায় পড়ে ইজরায়েলের পতাকা । তাতে লেখা রয়েছে 'হেট ইজরায়েল'। এমনই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের দুবরাজপুর পৌরসভার ইসলামপুর এলাকায় । তবে এখনও পর্যন্ত ওই পোস্টারকে ঘিরে পুলিশের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি ।

মঙ্গলবার দুবরাজপুরের কয়েকজন পথচারী শহরের উপর মোড়গ্রাম-রানিগঞ্জ 14 নম্বর জাতীয় সড়কে প্রাতঃভ্রমণ করছিলেন । তাঁরাই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি পোস্টার লক্ষ্য করেন । তাঁরা দেখতে পান যে, রাস্তায় পড়ে রয়েছে ইজরায়েলের নীল-সাদা পতাকা ৷ এমনই কয়েকটি পতাকার উপর লেখা রয়েছে 'হেট ইজরায়েল'। তাতে আবার জুতোর ছাপও ছিল । এমনই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । সেই পোস্টার দেখার জন্য ভিড় জমে স্থানীয় বাসিন্দাদের ৷ দেখা যায়, কামারশাল মোড় থেকে পাওয়ার হাউস পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে এমনই শতাধিক পোস্টার পড়ে রয়েছে ৷ রাতের অন্ধকারে ওই পোস্টার কেউ ছড়িয়ে রেখে গিয়েছে ।

এ নিয়ে দুবরাজপুরের বিধায়ক বিজেপির অনুপকুমার সাহা বলেন, "এমনটা হওয়া কাম্য নয় । আমি মনে করি এটা খুবই নিন্দনীয় ঘটনা । পুলিশি তদন্তের প্রয়োজন । ওই পোস্টারগুলি কারা ছড়িয়ে দিয়ে দেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে তাঁদের চিহ্নিত করা হোক । এ জন্য সরকারি ও বেসরকারি সিসিটিভি ক্যামেরা দেখা হোক ৷ আমি মনে করি এটা দেশবিরোধী কার্যকলাপের পর্যায়ে পড়ে । দেশদ্রোহী জঙ্গি সংগঠনগুলি এই সমস্ত পোস্টার ছিটিয়ে উত্তেজনা ছড়াচ্ছে । এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুক পুলিশ ৷"

আরও পড়ুন: গাজার আরও গভীরে ইজরায়েলি সেনা, যুদ্ধবিরতির সম্ভাবনা খারিজ নেতানিয়াহুর

অন্যদিকে, দুবরাজপুরের পৌরপ্রধান পীযূষ পাণ্ডে পোস্টার ছড়ানোর খবর শুনেই তা চাক্ষুস করার জন্য চলে যান ঘটনাস্থলে ৷ তিনি বলেন, "যাঁরাই এই কাজ করেছে এটা সঠিক করেনি । বিষয়টি পুলিশকে দেখার জন্য বলছি ৷" শাসক ও বিরোধী উভয় দলই বিষয়টি পুলিশকে দেখার অনুরোধ জানালেও প্রশাসনকে এখনও এ বিষয়ে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি ।

উল্লেখ্য, হামাসের বেনজির রকেট হামলার পর থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল ৷ তেল আভিভের আক্রমণে এখনও পর্যন্ত প্যালেস্তাইনে আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.