ETV Bharat / state

U19 Women's Football Team: সময়ের আগেই অনুশীলন মাঠ ছাড়তে হল জাতীয় মহিলা ফুটবল দলকে, নেপথ্যে পৌষমেলা?

author img

By

Published : Dec 7, 2022, 10:37 PM IST

সময়ের আগেই অনুর্ধ্ব-19 জাতীয় মহিলা দলকে (National Women's Under-19 Football Team) প্রস্তুতির জন্য নেওয়া মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ আগামী 13 ডিসেম্বর পর্যন্ত প্রস্তুতির জন্য বোলপুর ক্রীড়া সংস্থার কাছ থেকে ডাকবাংলো নামের ওই মাঠটি নেওয়া ছিল ৷ কিন্তু, বিকল্প পৌষমেলার (Santiniketan Poush Mela) প্রস্তুতির জন্য এদিন থেকেই মাঠ ছেড়ে দিতে বলা হয় ৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।

National Women's Football Team
জাতীয় মহিলা ফুটবল দলকে প্রস্তুতির জন্য নেওয়া মাঠ ছাড়তে বলায় বিতর্ক

বোলপুর, 7 ডিসেম্বর: আগামী 17 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিজয়নগরে শুরু হচ্ছে অনুর্ধ্ব-19 জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা (National Under-19 Women's Football Championship) ৷ জাতীয় স্তরের এই প্রতিযোগিতার জন্য বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে প্রস্তুতি সারছিল বাংলা ফুটবল দল ৷ প্রস্তুতির জন্য বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার অন্তর্গত ডাকবাংলো স্টেডিয়াম 10 ডিসেম্বর পর্যন্ত এই মাঠ নেওয়া হয়েছিল। পরে সেই সময়কাল বর্ধিত করে 13 ডিসেম্বর করা হয় ৷ কিন্তু বুধবার হঠাৎ করে লিখিত কোনও নির্দেশিকা ছাড়াই তাদের মাঠ ছাড়তে বলা হয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অনুর্ধ্ব-19 মহিলা ফুটবল প্রতিযোগিতায় রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয়েছে বোলপুরের দল। তাই এবার তারা পশ্চিমবঙ্গ থেকে জাতীয় স্তরে খেলবে। মাঠ ছাড়তে বলায় সমস্যায় পড়েছে খেলোয়াড়রা (National Women's Under-19 Football Team) ৷ প্রশ্ন উঠছে, বিকল্প মাঠের ব্যবস্থা না-করে কেন সময়ের আগেই জাতীয় দলকে মাঠ ছাড়তে বলা হল। বোলপুর ক্রীড়া সংস্থার ৷

প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি ৷ তাই রাজ্য সরকারের তরফে বিকল্প পৌষমেলা (Santiniketan Poush Mela) করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ 23 ডিসেম্বর থেকে শুরু হবে এই মেলা। অভিযোগ, মেলার কারণেই সময়ের আগে জাতীয় দলকে মাঠ ছাড়তে বলা হয়েছে ৷ যদিও, ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে মাঠটি খেলার উপযুক্ত নয়, তাই অনুর্ধ্ব-19 জাতীয় মহিলা দলকে মাঠ ছাড়তে বলা হয়েছে ৷ বিকল্প মাঠের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

জাতীয় মহিলা ফুটবল দলকে প্রস্তুতির জন্য নেওয়া মাঠ ছাড়তে বলায় বিতর্ক

আরও পড়ুন: ভিসা সমস্যা, অনুর্ধ্ব-18 এশিয়ান চ্যাম্পিয়নশিপে দৌড়নো হল না রায়গঞ্জের কিশোরের

বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস কুমার দে বলেন, "মাঠটি খেলার উপযুক্ত নয় ৷ খেলোয়াড়রা আহত হতে পারে ৷ তাই তাদের জন্য আমরা অন্য মাঠ ব্যবস্থা করে দেব ৷" প্রশ্ন উঠেছে, মাঠ খেলার উপযুক্ত না-হলে একটি জাতীয় দলকে প্রস্তুতির জন্য কেন দেওয়া হয়েছিল ৷ পরে কেনই বা প্রস্তুতির সময় বর্ধিত করা হয়েছিল ৷ জাতীয় দলের কোচ মিত্রা বক্সি বলেন, "মেলা হবে তাই হঠাৎ করে আমাকে বলা হল মাঠ ছেড়ে দিতে হবে ৷ আগামী 13 ডিসেম্বর পর্যন্ত এই মাঠ নেওয়া ছিল আমাদের।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.