ETV Bharat / state

Panchayat Polls 2023: ভোটে বিজেপি কর্মীদের গায়ে হাত লাগলে তার ব্যবস্থা হবে, হুঁশিয়ারি সুকান্ত

author img

By

Published : Apr 12, 2023, 10:19 PM IST

লাভপুরের সভা থেকেই এদিন শাসককে একহাত নিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে ৷ এমনকি বদলার হুঁশিয়ারিও শোনা গেল সুকান্তর গলায় ৷

Etv Bharat
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে

বোলপুর, 12 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে ৷ পঞ্চায়েত ভোটের আগে এবার রাজ্যের শাসক দলের উদ্দেশে চড়া সুরের হুঁশিয়ারি শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় ৷ বুধবার কার্যত নাম করেই বীরভূমের দাপুটে দুই তৃণমূল নেতাকে হুমকি দিতে শোনা গেল সুকান্তকে ৷ পাশাপাশি পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কোনও বিজেপি কর্মীর গায়ে আঁচড় লাগলে তার বদলা নেওয়া হবে বলেও প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন সুকান্ত ৷

এদিন লাভপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনসভা করেন সুকান্ত মজুমদার ৷ সেখান থেকেই তিনি একের পর এক বিষয়ে রাজ্য়ের শাসক দলের পাশাপাশি তৃণমূলের জেলা নেতৃত্বের উদ্দেশেও হুঙ্কার ছাড়তে শোনা যায় ৷ সুকান্তের স্পষ্ট বার্তা, নির্বাচনকে ঘিরে অশান্তি হলে বা বিজেপি কোনও নেতা আহত হলে তার পালটা সেই পথেই হাঁটবে বিজেপিও ৷ তাঁর কথায়, "পঞ্চায়েত ভোটে কোন কর্মীর গায়ে যদি হাত লাগে, সেই হাতের ব্যবস্থা হবে। ঢিল মারলে পাথর খেতেই হবে ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই না-হলে হিসাব আমরাও বুঝে নেব ৷"

লাভপুরের সভা থেকেই এদিন শাসককে একহাত নিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের নাম করেও হুঁশিয়ারি দেন বিজেপি-র রাজ্য সভাপতি। এদিন লাভপুরে সতীর একান্ন পীঠের অন্যতম ফুল্লরা মন্দিরের সামনে থেকে মিছিল করে বিজেপি ৷ পরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, "পঞ্চায়েত ভোটে আমাদের কোন কর্মীর গায়ে যদি হাত পড়ে সেই হাতের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে, সুকান্ত মজুমদার করবে। কাজল শেখ ও কেরিম খান যেই হোক, তাঁদের সকলের ব্যবস্থা করা হবে। ভয় পাবেন না।"

আরও পড়ুন: ডকুমেন্ট ভেরিফাই করতে চাকরিপ্রার্থী পিছু 4 লক্ষ টাকা নিতেন গোপাল, দাবি ইডি'র

এরপরেই ব্যাঙ্গ করে সুকান্ত মজুমদার বলেন, "আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য লোকে শান্তিনিকেতন দেখতে আসত ৷ এখন পর্যটক বেড়ে গিয়েছে। অপা দেখতে পর্যটকরা আসেন ৷ তৃণমূল নেতাদের প্রেমিকা, বুড়ো নেতাদের কচি গার্লফ্রেন্ড ! সেই নেতারা প্রেমিকাদের জন্য বাগান বাড়ি বানিয়ে রেখেছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.