ETV Bharat / state

সহকর্মীকে মারধরের প্রতিবাদে বোলপুর থানায় বিক্ষোভ আশাকর্মীদের

author img

By

Published : Jun 4, 2020, 8:57 PM IST

তিন পরিযায়ী শ্রমিক জেলায় বোলপুরে ফিরেছেন । তাদের রাস্তায় ঘুরতে নিষেধ করেন এক আশাকর্মী । তাঁর কথা না শুনে উলটে তাঁকে মারধর করে বলে অভিযোগ । ঘটনায় আজ থানার সামনে বিক্ষোভ দেখান আশাকর্মীরা ।

bolpur
bolpur

বোলপুর, 4জুন : বোলপুরের মুলুক গ্রামে একআশাকর্মীকে মারধরের ঘটনায় বোলপুর থানায় বিক্ষোভ । থানায় ব্যানার ও পোস্টার নিয়েবিক্ষোভ দেখান বোলপুর ব্লকের আশাকর্মীরা ৷ তাঁদের দাবি, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে ওআশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ।
মহারাষ্ট্র থেকে তিন পরিযায়ীশ্রমিকদের ফিরেছে বোলপুরের মুলুকে । তাদের কোয়ারানটিন সেন্টারে থাকতে বলেন রহিমাখাতুন নামে এক আশাকর্মী । অভিযোগ, কথা না শুনে এলাকায় ঘুরে বেড়ায় পরিযায়ী শ্রমিকরা ৷ তাদেরনিষেধ করলে গতকাল আশাকর্মী রহিমাকে মারধর করে তারা । আহত ওই আশাকর্মী বর্তমানেবোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

এইঘটনায় আজ বোলপুর থানায় বিক্ষোভ দেখান বোলপুর ব্লকের প্রায় 60জন আশাকর্মী । হাতে ব্যানার পোস্টারনিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । পরে থানায় একটি ডেপুটেশন দেন তাঁরা । তাঁদের দাবি, রহিমা খাতুনকে যারা মারধর করেছে তাদেরঅবিলম্বে গ্রেপ্তার করতে হবে । আশাকর্মীদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে ।

একইদাবিতে পরে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরেরসামনে বিক্ষোভ দেখান আশাকর্মীরা । ব্লক স্বাস্থ্য আধিকারিককেও ডেপুটেশন দেন তাঁরা।

ব্লকস্বাস্থ্য আধিকারিক সবস্যাচী রায় এই বিষয়ে বলেন, “আশাকর্মীদের ডেপুটেশন পেয়েছি । আমরানিজেরাও বিষয়টি খতিয়ে দেখছি । পুলিশকেও তদন্তের আর্জি জানিয়েছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.