Bishnupur : পুজোর মুখে খুলল জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিষ্ণুপুরের পোড়ামাটির হাট

author img

By

Published : Oct 3, 2021, 10:57 PM IST

বিষ্ণুপুরে পোড়ামাটির হাট

2018 সালে প্রথম শুরু হয় বিষ্ণুপুরের 'পোড়া মাটির হাট' ৷ মাঝে 2020 আর 2021-এ করোনা মহামারির প্রকোপের জেরে বন্ধ রাখতে হয়েছিল বিষ্ণপুরের নিজস্ব হস্তশিল্পের ধারক-বাহক এই হাট ৷ মাথায় হাত পড়েছিল ব্যবসায়ীদের ৷ করোনার ধাক্কা কিছুটা সামলে পুজোর মুখে ফের হাট খুলল প্রশাসন ৷ খুশি শিল্পী-ব্যবসায়ী, পর্যটকেরাও ৷

বিষ্ণুপুর, 3 অক্টোবর : মল্লগড় বিষ্ণুপুরের ইতিহাস হয়তো বহুবার কথিত হয়েছে অনেক উপাখ্যানে । কিন্তু কিছু ইতিহাস আজও লুকিয়ে আছে মানুষের দৃষ্টির অগোচরে ৷ যেখানে বিষ্ণুপুর বলতে লালমাটি, টেরাকোটার মন্দির, দলমাদল কামান আর মল্লরাজাদের বৃহৎ সাম্রাজ্যের ধ্বংসাবশেষ ৷ এই কথা বেশির ভাগ মানুষ জানলেও, ঠিক সেখানেই এক সৃষ্টির নতুন সংযোজন লুকিয়ে আছে 'পোড়ামাটির হাট'-এ ।

মল্লগড়ের প্রাণ টেরাকোটা শিল্পশৈলী জনসমক্ষে এনে হাটেবাজারে বিক্রি করতেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা । সব ঠিকঠাকই চলছিল ৷ সপ্তাহের প্রতি শনিবার এই হাটে অগণিত মানুষের আনাগোনা, শিল্পীদের সামগ্রী বিক্রি, এমনকি হাটের টানে বিদেশ থেকে মানুষ ভিড় করতেন ৷ হঠাৎ করোনা অতিমারিতে সব কিছু থমকে গেল । স্তব্ধ হয়ে গেল মন্দিরনগরী, পোড়ামাটির হাট ৷ মাথায় হাত পড়েছিল এই হাটকেন্দ্রিক প্রতিটা মানুষের । কিন্তু সব কালো অধ্যায়ের একটা শেষ আছে । আশ্বিনের শারদপ্রাতে নীল আকাশের নিচে ফের খুলল বিষ্ণুপুরের 'পোড়ামাটির হাট' ।

আরও পড়ুন : Bhadu festival : ভাদু পুজোয় মাতোয়ারা জঙ্গলমহল

হাটে পশরা সাজিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা শিল্পীরা, তার পাশে মোরাম বিছানো গ্যালারির মাঝে আদিবাসী নৃত্য ৷ এর টানে পরিযায়ী পাখির মতো মানুষের ছুটে আসা । হাটে আসা শিল্পী-ব্যবসায়ী পৌলমী সিংহ রায় জানালেন, হাট খোলায় তিনি খুব খুশি ৷ আরেক শিল্পী-ব্যবসায়ী কিঙ্কিণী চট্টোপাধ্যায় খাদির সামগ্রী নিয়ে এসেছেন ৷ তিনি বললেন, "পোড়ামাটির হাটটাকে মিস করছিলাম ৷ এটা নিজের জায়গার মতো ৷ দেরিতে হলেও খুলেছে এই অনেক ৷" শুরুর দিনে লোকজন একটু কম হলেও তিনি আশা করছেন এবার বেচাকেনা হবে ৷ তিনি বললেন, "পজিটিভিটি রাখা উচিত নিজের মনে ৷ সব ঠিকঠাক চলবে ৷"

দুবাই থেকে বিষ্ণুপুরের এই হাটে এসেছেন অনুশ্রী রায় ও তাঁর স্বামী ৷ তিনি বললেন, "এই ধরনের জিনিস আমরা টেলিভিশনে দেখতে পাই, কিন্তু চোখের সামনে দেখলাম ৷ সবার এখানে একবার আসা উচিত ৷ জীবনে এটা খুব বড় পাওনা ।" কলকাতা থেকে পরিবার-বন্ধুদের নিয়ে এসেছেন মধুমিতা মিত্র ৷ তিনি বললেন, "বিষ্ণুপুরের সঙ্গে পোড়ামাটির হাটের কথাও শুনেছিলাম ৷ হাট খোলা আছে শুনলাম ৷ এখানে এসে ভাল লাগছে ৷"

আরও পড়ুন : Mahamari Puja : ঐতিহাসিক মহামারি পুজোর পরই পালাবে করোনা, আশায় বিষ্ণুপুরবাসী

বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ দত্ত জানালেন 'পোড়া মাটির হাট' 2018 থেকে চলে আসছে ৷ 2020 ও 2021-এ করোনার জন্য হাট বন্ধ ছিল ৷ এ বছরের ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত চলেছিল হাট ৷ তারপর করোনা পরিস্থিতিতে বন্ধ করে দিতে হয় ৷ করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আর পুজোর আগে অঞ্চলের আর্থিক উন্নতির কথা ভেবে ফের চালু হল পোড়ামাটির হাট ৷ বিষ্ণুপুরে মন্দির, জঙ্গল দেখতে আসা পর্যটকেরা ভিড় করবেন এখানে ৷ করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখানে আসা শিল্পী-ব্যবসায়ীদের জন্য বিশেষ নিয়ম চালু করেছে প্রশাসন ৷ তিনি বললেন, "এখানে আসা স্থানীয় শিল্পীদের ভ্যাকসিন সার্টিফিকেট জমা দিতে হবে ৷ যাঁরা হাটে বসেছেন, তাঁরা প্রত্যেকে ভ্যাকসিনেশন সার্টিফিকেট জমা দিয়ে গিয়েছেন ৷" এছাড়া যাঁরা বাইরে থেকে ঘুরতে আসছেন বা বিক্রি করতে আসছেন, তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক বলে জানালেন মহকুমাশাসক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.