ETV Bharat / sports

Tokyo Olympics : হল না লক্ষ্যভেদ, পদকের লড়াই থেকে বাইরে মনু-সৌরভ জুটি

author img

By

Published : Jul 27, 2021, 7:04 AM IST

Updated : Jul 27, 2021, 7:14 AM IST

পদকের আশা জাগিয়েও পারল না টিনএজ শুটার মনু ভাকের এবং সৌরভ চৌধুরীর জুটি ৷ 10 মিটার ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ তাঁরা ৷

Olympics
Olympics

টোকিয়ো, 27 জুলাই : আশাভঙ্গ ৷ মঙ্গলবার সকালেই অলিম্পিকসে পদকের আশা জাগিয়ে দিয়েছিলেন দেশের দুই তরুণ শুটার মনু ভাকের এবং সৌরভ চৌধুরী ৷ কিন্তু 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিমের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারল না এই জুটি ৷ স্টেজ 2-তে সপ্তম স্থানে শেষ করে পদকের লড়াই থেকে ছিটকে গেল মনু-সৌরভ ৷

কোয়ালিফিকেশন রাউন্ডে তিনটি সিরিজ় মিলিয়ে মনুর সংগ্রহ ছিল 286 পয়েন্ট ৷ সৌরভের সংগ্রহ 296 ৷ দুজনের সম্মিলিত স্কোর দাঁড়ায় 582 ৷ শীর্ষ স্থানে থেকে স্টেজ 2-এর যোগ্যতা অর্জন করে মনু-সৌরভ জুটি ৷ মনুরা পরের রাউন্ডে পা রাখলেও মিক্সড টিম ইভেন্ট থেকে ছিটকে গিয়েছে আরও এক ভারতীয় জুটি যশস্বীনি দেশওয়াল ও অভিষেক বর্মা ৷ দুজনে 568 পয়েন্ট নিয়ে 17তম স্থানে শেষ করে ৷

স্টেজ 2-এর প্রথম সিরিজ়ে 100-এর মধ্যে সৌরভ চৌধুরীর পয়েন্ট 96 (10, 9, 9, 9, 10, 10, 9, 10, 10, 10) ৷ মনুর শুরুটা খুব একটা ভাল হয়নি ৷ তাঁর সংগ্রহ ছিল 92 (9, 9, 10, 10, 9, 8, 10, 10, 9, 8) ৷ স্টেজ 2-র দ্বিতীয় সিরিজ়ে সৌরভের সংগ্রহ ছিল 98 পয়েন্ট (10, 10, 10, 10, 9, 10, 10, 9, 10, 10) ৷ সৌরভের পারফরম্যান্স ভাল হলেও দ্বিতীয় সিরিজ়ে মনুর সংগ্রহ 94 পয়েন্ট ( 9, 10, 10, 10, 9, 10, 10, 8, 10, 8) ৷ দুটি সিরিজ় মিলিয়ে দুজনের সম্মিলিত স্কোর দাঁড়ায় 380 ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন বক্সার আশিস কুমার

আটটি দলের মধ্যে প্রথম চারে শেষ করতে পারলে পদকের লড়াইয়ে টিকে থাকত ভারতীয় জুটি ৷ কিন্তু সপ্তম স্থানে শেষ করায় ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারলেন না তাঁরা ৷ শুটিংয়ের টিম ইভেন্টে মনু এবং সৌরভের জুটিকে পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছিল ৷ স্টেজ ওয়ানে শীর্ষ স্থানে থেকে পরের রাউন্ডে কোয়ালিফাই করেন তাঁরা ৷ সৌরভের পারফরম্যান্স ভাল হলেও নড়বড়ে দেখাল মনুকে ৷ আর তাতেই হাতছাড়া হল পদক জয়ের সম্ভাবনা ৷

Last Updated : Jul 27, 2021, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.