ETV Bharat / sports

Tokyo Olympics : সিন্ধুর সান্ত্বনায় চোখে জল এসেছিল, বললেন রুপোজয়ী চিনা তাইপেই শাটলার

author img

By

Published : Aug 2, 2021, 12:27 PM IST

Updated : Aug 2, 2021, 1:57 PM IST

p-v-sindhus-sincere-encouragement-left-me-in-tears-reveals-olympic-silver-medallist-shuttler-tai-tzu-ying
Tokyo Olympics : ফাইনালে হারের পর সিন্ধুর সান্ত্বনায় আবেগপ্রবণ চিনা তাইপেই শাটলার তাই তিজু

ফাইনালে হারের পর সিন্ধুর কাছ থেকে সান্ত্বনা পেয়ে আবেগপ্রবণ হয়ে গেলেন বিশ্বের এক নম্বর শাটলার তাই জু ইং ৷ আর তাই ইনস্টাগ্রামে সেই অনুভূতির কথা তুলে ধরে সিন্ধুকে ধন্যবাদ জানালেন চিনা তাইপেই শাটলার ৷

টোকিয়ো, 2 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে মহিলা ব্যাডমিন্টনের ফাইনালে হেরে গিয়েছেন পিভি সিন্ধুকে সেমিফাইনালে মাত দেওয়া বিশ্বের এক নম্বর তাই জু ইং ৷ ফাইনালে হারের পর পুরস্কার বিতরণের সময় তাঁকে জড়িয়ে ধরে উৎসাহ দিতে দেখা গিয়েছিল সিন্ধুকে ৷ ভারতীয় শাটলার সেই সময় তাঁকে যে কথাগুলি বলেছিলেন, তা তাই জু-কে আবেগপ্রবণ করে তুলেছিল ৷ নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে সেই কথাই লিখলেন চিনা তাইপেই শাটলার ৷

রবিবার টোকিয়ো অলিম্পিকসের ফাইনালে চিনের প্রতিপক্ষ চেন ইউ ফেই এর কাছে 18-21, 21-19, 18-21 গেমে হেরে গিয়েছেন তাই জু ইং ৷ কিন্তু, ম্যাচ হারলেও প্রতিপক্ষকে কঠিন লড়াই দিয়েছিলেন তিনি ৷ কিন্তু, তা সত্ত্বেও মনের মধ্যে না-পাওয়ার একটা আফসোস ছিলই ৷ তবে, তিনি নিজের খেলা নিয়ে হতাশ ছিলেন না ৷ ম্যাচ শেষে পুরস্কার বিতরণের সময় চিনা তাইপেই শাটলারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায় পিভি সিন্ধুকে ৷ সেই সময় সিন্ধুর কথা শুনে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন তাই জু ৷ ঠিক কী বলেছিলেন সিন্ধু ? তা ইনস্টাগ্রামে তুলে ধরেছেন জু ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হকিতে ইতিহাস, তিনবারের অলিম্পিকস চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে দেশের মেয়েরা

তাই জু ইং লিখেছেন, ‘‘ম্যাচের পর আমি আমার খেলা নিয়ে সন্তুষ্ট ছিলাম ৷ পরে সিন্ধু আমার কাছে ছুটে আসে এবং আমাকে জড়িয়ে ধরে ৷ আমার গালে হাত দিয়ে বলে : আমি জানি তুমি অস্বস্তিবোধ করছ ৷ কিন্তু, তুমি খুব ভাল খেলেছ ৷ হয়তো আজকের দিনটা তোমার ছিল না ৷ এর পর সিন্ধু আমাকে জড়িয়ে ধরে বলে, ও এই অনুভূতিটা বুঝতে পারছে ৷ সিন্ধুর এই পরিণত উৎসাহ প্রদান আমার চোখে জল এনে দিয়েছিল ৷ সত্যি আমি হতাশ ছিলাম, কারণ আমি খুব চেষ্টা করেছিলাম ৷ সমর্থন এবং উৎসাহ প্রদানের জন্য আবারও তোমাকে ধন্যবাদ ৷’’

আরও পড়ুন : P. V. Sindhu : জোড়া অলিম্পিকস পদক জয়, মোদি-মমতার শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু

গত শনিবার টোকিয়ো অলিম্পিকসের ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গল বিভাগে ভারতের সোনার পদক জেতার স্বপ্ন ভেঙে দিয়েছিলেন তাই জু ৷ সেমিফাইনালে 21-18, 21-12 স্ট্রেট গেমে পিভি সিন্ধুকে হারিয়েছিলেন তিনি ৷ সেই প্রতিপক্ষের কাছ থেকে মনোবল বৃদ্ধি করা এমন ইতিবাচক বার্তা পেয়ে কার্যতই আপ্লুত চিনা তাইপেই শাটলার ৷ প্রসঙ্গত, রবিবার ফাইনাল ম্যাচের আগে ব্রোঞ্জ পদকের ম্যাচে বিশ্বের 9 নম্বর শাটলার চিনের হি বিং জিয়াও-কে হারিয়েছেন সিন্ধু ৷ যার পর প্রথম ভারতীয় শাটলার হিসেবে অলিম্পিকসে পরপর দু’বার মেডেল জিতেছেন সিন্ধু ৷

Last Updated :Aug 2, 2021, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.