P. V. Sindhu : জোড়া অলিম্পিকস পদক জয়, মোদি-মমতার শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু

author img

By

Published : Aug 1, 2021, 8:19 PM IST

olympics 2021

সিন্ধু পদক জিতে ফেরার পর একসঙ্গে আইসক্রিম খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টোকিয়ো থেকে ফিরলে সেই কথা অবশ্য রাখবেন তিনি ৷

নয়াদিল্লি, 1 অগস্ট : মাত্র 26 বছর বয়সেই ইতিহাস গড়েছেন ৷ দেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে অলিম্পিকসে জোড়া পদক জিতেছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ৷ পদক জয় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা উপচে পড়েছে ৷ কে নেই সেই তালিকায় ৷ দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ক্রীড়া জগত ও সিনে জগতের ব্যক্তিত্বরা সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন ৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, "দেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে দুটি অলিম্পিকসে পদক জিতেছেন সিন্ধু ৷ ধারাবাহিকতা এবং অধ্য়াবসায়ের অন্য মাত্রা তৈরি করেছেন ৷ দেশের হয়ে পদক জেতার জন্য তাঁকে অভিনন্দন ৷"

  • P V Sindhu becomes the first Indian woman to win medals in two Olympic games. She has set a new yardstick of consistency, dedication and excellence. My heartiest congratulations to her for bringing glory to India.

    — President of India (@rashtrapatibhvn) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিন্ধু পদক জিতে ফেরার পর একসঙ্গে আইসক্রিম খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টোকিয়ো থেকে ফিরলে সেই কথা অবশ্যই রাখবেন তিনি ৷ তার আগে ব্রোঞ্জ জয়ী শাটলারের কাছে পৌঁছে গিয়েছে মোদির অভিনন্দন ৷ তিনি লিখেছেন, "তোমার অসাধারণ পারফরম্যান্সে আমরা মুগ্ধ ৷ টোকিয়োয় ব্রোঞ্জ জেতার জন্য শুভেচ্ছা ৷ সিন্ধু হলেন দেশের গর্ব এবং দেশের সেরা অলিম্পিয়ান ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : পরপর দু‘টি অলিম্পিকসে পদক জয়, ব্রোঞ্জ জিতেও নয়া কীর্তি সিন্ধুর

  • Extremely proud of @Pvsindhu1 for winning the bronze medal at #Olympics2020.

    Your passion, hardwork and dedication will serve as an inspiration for all. My heartiest congratulations to you!

    — Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "অলিম্পিকসে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভীষণ গর্বিত ৷ তোমার পরিশ্রম এবং অধ্য়াবসায় আমাদের সকলের কাছে অনুপ্রেরণা ৷ তোমাকে হার্দিক অভিনন্দন জানাই ৷" টুইটারে কংগ্রেস নেতা রাহুল গান্ধি লেখেন, "দেশের হয়ে অলিম্পিকসে দ্বিতীয় পদক জয়ের জন্য পিভি সিন্ধুকে শুভেচ্ছা জানাই ৷"

  • Big congratulations to PV Sindhu for winning the second medal for India. #Tokyo2021 #Bronze

    — Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.