ETV Bharat / sports

নাওমির দখলেই থাকল অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি

author img

By

Published : Feb 20, 2021, 5:29 PM IST

2019-র পর 2021। পরপর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন জাপানের নাওমি ওসাকা ৷ মাঝে 2020 সালে কোরোনা মহামারীর কারণে এই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট আয়োজন করা যায়নি ৷ আজ অ্যামেরিকার প্রতিদ্বন্দ্বী জেনিফার ব্র্যাডিকে 4-6, 2-6 স্ট্রেট সেটে হারিয়েছেন নাওমি ৷

naomi-osaka-clinch-2nd-australian-open-title-beats-jennifer-brady
নাওমির দখলেই থাকল অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি

মেলবোর্ন, 20 ফেব্রুয়ারি : 2021 অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন জাপানের নাওমি ওসাকা ৷ 2019-র পর দ্বিতীয়বারের জন্য এই গ্র্যান্ড স্লাম ট্রফি জিতলেন নাওমি ৷ অ্যামেরিকার প্রতিদ্বন্দ্বী জেনিফার ব্র্যাডিকে স্ট্রেট সেটে হারালেন বিশ্বের 3 নম্বর মহিলা টেনিস তারকা ৷ ম্যাচের স্কোর লাইন 4-6, 2-6 ৷

ইচ্ছা শক্তি প্রবল হলে কী না হয় ? তারই উদাহরণ বিশ্ব মহিলা টেনিস ব়্যাঙ্কিংয়ে থাকা জাপানের তারকা খেলোয়াড় নাওমি ওসাকা ৷ টুর্নামেন্টের প্রস্তুতি পর্বেই পায়ে চোট পেয়েছিলেন তিনি ৷ যারপরেই আশঙ্কা দেখা দিয়েছিল, অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে খেলতে পারবেন তো নাওমি। সেই আশঙ্কাকে ফুৎকারে উড়িয়ে পুরো টুর্নামেন্টেই দাপট দেখিয়েছেন নাওমি ৷ প্রি-কোয়ার্টার ফাইনাল বাদে সব ম্যাচই স্ট্রেট সেটে জিতেছেন তিনি ৷

আরও পড়ুন : দাপটের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকার

আজ রড লেভার এরিনায় প্রতিপক্ষ জেনিফার ব্র্যাডিকে স্ট্রেট সেটে হারান নাওমি ৷ মার্কিনি টেনিস প্লেয়ার প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখালেও, দ্বিতীয় সেটে নাওমির সার্ভ ও রিটার্নের সামনে দাঁড়াতে পারেননি ৷ 73 শতাংশ ম্যাচ পয়েন্ট নাওমি আজ ফার্স্ট সার্ভেই তুলে নেন ৷ এমনকী পাঁচবার সুযোগে চারবার প্রথম সুযোগেই ব্রেক পয়েন্ট নিজের দখলে নেন নাওমি ৷ এদিন সার্ভিস পয়েন্টেও জেনিফার ব্র্যাডিকে পিছনে ফেলে দিয়েছেন জাপানের তারকা টেনিস খেলোয়াড় ৷ 40টি সার্ভিস পয়েন্ট নিজের দখলে নেন তিনি ৷ 2019 সালে শেষবারের অস্ট্রেলিয়া ওপেনেও চ্যাম্পিয়ন ছিলেন নাওমি ওসাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.