ETV Bharat / sports

Sunil Chhetri : 17 বছর দেশের জার্সিতে, সামনে তাকাতে চান সুনীল

author img

By

Published : Jun 12, 2022, 9:18 PM IST

Sunil Chhetri
সুনীল ছেত্রী

আর্ন্তজাতিক ফুটবলে 17 বছর কাটিয়ে ফেললেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) । দেশের হয়ে 83-তম গোল করে ফেললেন তিনি । প্রথম দিনের মতোই আজও গোলের জন্য একই রকম ক্ষুধার্ত থাকেন এই খেলোয়াড় । ভারতীয় দল গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে । গোলের জন্য ভরসা ছাপিয়ে নির্ভরতার প্রতীক আজও নম্বর 11 ।

কলকাতা, 12 জুন : আফগানিস্তান ম্যাচ জয়ের আনন্দ ভুলে এখন 'মিশন হংকং'য়ে চোখ টিম ইন্ডিয়ার । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি ছিল 'লাস্ট ফাইভ মিনিটস থ্রিলার' । 85 মিনিটে সুনীলের ফ্রি-কিক যদি সুপার ম্যানোচিত হয় তাহলে 93 মিনিটে জয়সূচক গোলে আবদুল সাহাল সামাদ সুপার-সাব ।

নিশ্চিত ড্র থেকে শূন্য হাতে ফেরার ধাক্কা সামলাতে পারেনি আফগানিস্তান । ম্যাচ শেষে মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আফগান ফুটবলাররা । ভারতীয় দলেও অবশ্য শনিবারের জয়ের রাতের রেশ নেই । কোচ ইগর স্টিম্যাচ বলেন, "কাজ এখনও শেষ হয়নি ।" রবিবার রিকভারি সেশন, সুইমিং পুলে শরীরচর্চা করলেন আফগানিস্তান ম্যাচের প্রথম একাদশের ফুটবলাররা । বাকিদের নিয়ে অনুশীলনে কোচ ।

এদিকে আর্ন্তজাতিক ফুটবলে 17 বছর কাটিয়ে ফেললেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri complete 17 years in International Carrier)। শনিবার রাতে দেশের জার্সিতে 83-তম গোল এসেছে তাঁর পা থেকে । প্রথম দিনের মতোই আজও গোলের জন্য একইরকম ক্ষুধার্ত থাকেন ছেত্রী । ভারতীয় দল গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে এখনও । ভরসা ছাপিয়ে আজ নির্ভরতার প্রতীক এস সি 11 ।

আরও পড়ুন : Mary Kom : ট্রায়ালে চোট, জীবনের 'শেষ' কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন মেরি কম

"17 বছর আর্ন্তজাতিক ফুটবলে খেলে বেড়ানো নিঃসন্দেহে এক দারুণ অনুভূতি । এবং সেটা যে এইভাবে উদযাপন করা যাবে তা কখনও ভাবিনি । আফগানিস্তান সমতা ফেরানোর পরে ধরেই নিয়েছিলাম ম্যাচটি ড্র হবে । কিন্তু দলের ছেলেরা যা করতে চেয়েছিল সেটাই করে দেখিয়েছে । তবে একইসঙ্গে ব্যক্তিগত এই মাইলস্টোন আমার নিজের কাছে বিশেষ অর্থ বহন করে না । দেশের জার্সি এত দীর্ঘ সময় ধরে পড়ে চলার সুযোগ পেয়েছি দেখে নিজেকে গর্বিত মনে হয় ।" বললেন সুনীল ছেত্রী ।

শনিবার রাতে সাহালের জয় সূচক গোলের পর উদযাপনের জন্য নিজে সবচেয়ে জোরে দৌড় লাগিয়ে ছিলেন বলে জানিয়েছেন এই ফুটবলার । পাশাপাশি তিনি আরও বলেন, "সামনের ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে । ম্যাচটি কঠিন । কারণ দল হিসেবে হংকং শক্তিশালী । তবে ঘরের মাঠে আমাদের খেলা । সমর্থকদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে ।"

কোচ ইগর স্টিম্যাচ দলের পারফরম্যান্সে খুশি ছেত্রী । বিশেষ করে ফুটবলাররা কঠিন পরিস্থিতিতে যে চারিত্রিক দৃঢ়তা, ইচ্ছাশক্তি দেখিয়েছে তার জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয় বলে মনে করেন না । কোচের সুর দলের রক্ষণের স্তম্ভ সন্দেশ ঝিঙ্গানের মুখে । সব মিলিয়ে জয়ের হ্যাটট্রিক এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের পরের পর্বের পাসওয়ার্ড মঙ্গলবার হাতে পেতে ঝাঁপাতে তৈরি ব্লু টাইগাররা ।

আরও পড়ুন : AFC Asian Qualifier : সুনীল-সামাদের জোড়া ফলায় 'কাবুল জয়' ভারতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.