ETV Bharat / sports

Mary Kom : ট্রায়ালে চোট, জীবনের 'শেষ' কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন মেরি কম

author img

By

Published : Jun 11, 2022, 8:12 AM IST

টোকিয়ো অলিম্পিকস থেকে খালি হাতে ফিরতে হয়েছে ৷ কমনওয়েলথ গেমসে সেই ব্যর্থতা ভোলার লক্ষ্যে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন মেরি কম । কিন্তু বাধ সাধল চোট (Mary Kom withdraws from Commonwealth Games 2022 Trials) ।

Mary Kom will miss CWG 2022
Mary Kom will miss CWG 2022

নয়াদিল্লি, 11 জুন : জীবনের 39 বসন্ত পার করে ফেলেছেন । ঝুলিতে রয়েছেন অলিম্পিক্স মেডেলও । অথচ ছ'বারের বিশ্বজয়ী বক্সার রিংয়ে নামলে বয়স, প্রাপ্তি সমস্তটাই ভুলে যান । একমাত্র লক্ষ্য থাকে, জোরালো পাঞ্চে প্রতিপক্ষকে মাটি ধরানো । 28 জুলাই থেকে শুরু হতে চলা কমনওয়েলথ গেমসেও সেই লক্ষ্যেই নির্বাচনী ট্রায়ালে নেমেছিলেন মেরি কম । কিন্তু বাধ সাধল চোট (Mary Kom withdraws from Commonwealth Games 2022 Trials) ।

Mary Kom will miss CWG 2022
রিং থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে মেরিকে

শুক্রবার হরিয়ানার নীতু ঘানঘাসের বিরুদ্ধে 48 কেজি বিভাগের ট্রায়ালে নেমেছিলেন মেরি । শেষ চারের ম্যাচের প্রথম রাউন্ডেই বাঁ-হাঁটুতে চোট পান তিনি । রিংয়ে পড়ে যান । প্রাথমিক চিকিৎসার পর ব্যান্ডেজ বেঁধে নামার চেষ্টা করলেও খানিক পরেই ফের বসে পড়েন । রেফারির সিদ্ধান্তে জয়ী ঘোষণা করা হলে ফাইনালে ওঠেন নীতু । পরে ভারতের বক্সিং সংস্থা জানিয়ে দেয়, কমনওয়েলথে অংশ নিতে পারবেন না 2018 সালের সোনাজয়ী ।

  • UPDATE🚨

    On day 2 of the ongoing CWG trials in New Delhi, @MangteC suffered an injury. She twisted her left knee in round 1 of the bout against Nitu (48 kg). The injury forced her to stop the bout & she has been ruled out of the #CWG2022.

    Wishing her a speedy recovery!#Boxing pic.twitter.com/ygisAZONZZ

    — Boxing Federation (@BFI_official) June 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অবসরের ভাবনা নেই, 40-এও খেলতে চাই ; হারলেও মেরি জোশ হাই

কমনওয়েলথ গেমসে প্রস্তুতির শীর্ষে পৌঁছতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসে নামেননি । চোটের কবলে পড়ে এবার সেই ইংল্যান্ডেই যাওয়া হচ্ছে না ভারতের বক্সিংয়ের রানির । 39 বছরের জীবনের হয়তো এটাই শেষ কমনওয়েলথ গেমস ছিল । 2018 সালে যে দেশে সোনা জিতেছিলেন, 2026 সালে সেই ক্যাঙ্গারুর দেশেই কমনওয়েলথের আসর বসছে । 43 বছরের মেরির সেখানে নামা কার্যত অসম্ভব বলেই আশঙ্কা তাঁর ভক্তদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.