ETV Bharat / sports

French Open Badminton 2022: ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস চ্যাম্পিয়ন সাত্বিক-চিরাগ জুটি

author img

By

Published : Oct 31, 2022, 10:47 AM IST

Satwiksairaj Rankireddy and Chirag Shetty Win French Open Mens Double Badminton Title
Satwiksairaj Rankireddy and Chirag Shetty Win French Open Mens Double Badminton Title

ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে (French Open Badminton 2022) ইতিহাস সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটির ৷ 39 বছর পর পুরুষদের ডবলস চ্যাম্পিয়ন তাঁরা ৷

প্যারিস, 31 অক্টোবর: ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে (French Open Badminton 2022) পুরুষদের ডবলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি ৷ তাঁরা চিনা-তাইপেই জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হানকে 21-13, 21-19 স্ট্রেট গেমে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি জিতেছেন ৷ আর সেই সঙ্গেই সাত্বিক এবং চিরাগ জুটি প্রথমবার সুপার 750 এবং এ বছরের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের দ্বিতীয় ওয়ার্ল্ড ট্যুর ট্রফি জিতলেন তাঁরা ৷

আর সব মিলিয়ে সাত্বিক এবং চিরাগ জুটি 4টি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর ট্রফি (Badminton World Federation World Tour Trophy) জিতেছেন ৷ তবে, এর আগের তিনটি টুর্নামেন্ট এত বড় মাপের ছিল না ৷ তাঁদের প্রথম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর ট্রফি ছিল 2018 সালে হায়দরাবাদ ওপেন ৷ এর পর 2019 সালে থাইল্যান্ড ওপেন এবং 2022 সালে ইন্ডিয়া ওপেন টুর্নামেন্টে ডবলস টাইটেল জেতেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ৷

এ দিন ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ব্যাডমিন্টনের ডবলসে (French Open Mens Doubles Badminton Title) আরও একটি ইতিহাস তৈরি করেছেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ 1983 সালে পার্থ গঙ্গোপাধ্যায় এবং বিক্রম সিং জুটির পর, প্রথমবার কোনও ভারতীয় জুটি পুরুষদের ডবলসে ফ্রেঞ্চ ওপেন টাইটেল জিতছেন ৷ যা প্রায় 39 বছর পর সম্ভব হয়েছে ৷ বিশ্ব ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসে 8 নম্বর ব়্যাঙ্কিংয়ে থাকা চিরাগ এবং সাত্বিক জুটি সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কোই সোল গেউ এবং কিম ওন হো-কে 21-18 ও 21-14 স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে উঠেছিল ৷

আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে ভারতের মাটিতে যুব বিশ্বকাপ খেতাব ধরে রাখল স্পেনের মেয়েরা

আর এ দিন ফাইনালে চিনা-তাইপেই জুটির সামনে শুরু থেকে ছন্দে ছিলেন ভারতীয় দুই তরুণ শাটলার ৷ প্রথম গেমেই নিজেদের দাপট দেখান সাত্বিক এবং চিরাগ ৷ 21-13 ব্যবধান প্রথম গেম জিতে ট্রফিতে নিজেদের দাবিদারি পেশ করেন তাঁরা ৷ এর পর দ্বিতীয় গেমে চিনা-তাইপেই জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হান কিছুটা লড়াই করলেও, দুই ভারতীয়র যুগলবন্দির সামনে তা কাজে আসেনি ৷ 21-19 স্কোর লাইনে দ্বিতীয় গেম জিতে ম্যাচ শেষ করেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.