ETV Bharat / sports

Wrestlers Protest: চাকরিতে যোগ দিলেও আন্দোলন জারি রয়েছে, কতিপয় সংবাদমাধ্যমের ভুল খবরের ব্যাখ্যা দিলেন সাক্ষী-বজরং

author img

By

Published : Jun 5, 2023, 3:06 PM IST

Updated : Jun 5, 2023, 4:24 PM IST

কর্মক্ষেত্রে যোগ দিলেও তাঁদের আন্দোলন জারি রয়েছে ৷ ন্যায়বিচার না-পাওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত ভুল খবরের ব্যাখ্যা দিয়ে জানালেন সাক্ষী ৷ টুইট করলেন বজরংও ৷

Etv Bharat
Etv Bharat

সংবাদমাধ্যমের ভুল খবরের ব্যাখ্যা দিলেন সাক্ষা

নয়াদিল্লি, 5 জুন: কুস্তিগীরদের আন্দোলনে সাক্ষী, বজরং, ভিনেশদের নিয়ে তোলপাড় হয়েছিল পুরো দেশ ৷ নয়া সংসদ ভবন অভিযানে তাঁদের দিল্লি পুলিশি হেনস্তা থেকে এফআইআর, বিভিন্ন সময় ভিনেশ-সাক্ষীদের প্রতিবাদ একেকটি মোড় নেয় ৷ এবার ঘটনায় নয়া টুইস্ট ৷

ইতিমধ্যেই সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন ৷ সেই বিষয়টিকে হাতিয়ার করেই কতিপয় সংবাদমাধ্যম সোমবার দাবি করে সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া কুস্তিগীরদের আন্দোলন থেকে নাম তুলে নিয়েছেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কয়েকঘণ্টার মধ্যে চাউর হওয়া এমন খবর সামনে আসতে মনে করা হচ্ছিল কুস্তিগীরদের আন্দোলনের এই বুঝি শেষের শুরু ৷ কিন্তু না, কর্মক্ষেত্রে যোগ দিলেও তাঁদের আন্দোলন জারি রয়েছে ৷ ন্যায়বিচার না-পাওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত ভুল খবরের ব্যাখ্যা দিয়ে জানালেন সাক্ষী ৷ টুইট করলেন বজরংও ৷

  • ये खबर बिलकुल ग़लत है। इंसाफ़ की लड़ाई में ना हम में से कोई पीछे हटा है, ना हटेगा। सत्याग्रह के साथ साथ रेलवे में अपनी ज़िम्मेदारी को साथ निभा रही हूँ। इंसाफ़ मिलने तक हमारी लड़ाई जारी है। कृपया कोई ग़लत खबर ना चलाई जाए। pic.twitter.com/FWYhnqlinC

    — Sakshee Malikkh (@SakshiMalik) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা এএনআইকে টেলিফোনিক সাক্ষাৎকারে সাক্ষী বলেন, "আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছি, এটি একটা স্বাভাবিক আলোচনা ছিল ৷ আমাদের একটিই দাবি ছিল এবং তা হল ব্রিজ ভূষণ সিং'য়ের গ্রেফতারি। আমি প্রতিবাদ থেকে পিছিয়ে নেই, আমি রেলওয়েতে ওএসডি হিসাবে আমার কাজ আবার শুরু করেছি। আমি স্পষ্টভাবে বলছি ন্যায়বিচার না-পাওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব। আমরা পিছিয়ে যাব না।" নাবালিকা কুস্তিগীরের অভিযোগ প্রত্যাহারের কথা তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "কোনও এফআইআর ফেরত নেয়নি ওই নাবালিকা, এসব মিথ্যা ৷"

  • #LISTEN | "We met Union Home Minister Amit Shah, it was a normal conversation, we have only one demand and that is to arrest him (Brij Bhushan Singh). I have not stepped back from the protest, I have resumed my work as OSD in Railways. I want to clarify that we will keep… pic.twitter.com/H4RUZVZttd

    — ANI (@ANI) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন বজরং-সাক্ষীরা

সোমবার টুইট করে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক লেখেন, "এই খবর সম্পূর্ণ ভুল। ন্যায়ের লড়াইয়ে আমরা কেউ পিছিয়ে যায়নি ৷ আর পিছিয়ে যাবও না। আন্দোলনের পাশাপাশি আমাদের কর্মস্থান রেলেরও দায়িত্ব পালন করছি। ন্যায়বিচার না-হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। দয়া করে কোনও ভুল খবর ছড়াবেন না।" পাশাপাশি তাবড় কুস্তিগীর বজরং পুনিয়া টুইটে লেখেন, "আন্দোলন প্রত্যাহারের খবর পুরোপুরি ভুল খবর। আমাদের ক্ষতি করার জন্য এসব খবর ছড়ানো হচ্ছে। আমরা পিছিয়ে আসিনি বা আন্দোলন প্রত্যাহারও করিনি। মহিলা কুস্তিগীরদের এফআইআর তোলার খবরও মিথ্যা। বিচার না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"

Last Updated :Jun 5, 2023, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.