ETV Bharat / sports

Neeraj Chopra : কুয়োরটন গেমসে বাজিমাত, মরশুমের প্রথম সোনা ঘরে তুললেন নীরজ

author img

By

Published : Jun 19, 2022, 9:51 AM IST

এর আগে পাভো নুর্মি গেমসে 89.30 মিটার দূরে বর্শা ছুড়ে নয়া জাতীয় রেকর্ড গড়েছিলেন । এদিন ফিনল্যান্ডের বৃষ্টি ভেজা মাঠে প্রথম বারেই 86.69 মিটার ছোড়েন নীরজ । তাতেই সোনা এসেছে তাঁর ঝুলিতে (Neeraj Chopra wins first gold medal of the season) ।

Neeraj Chopra News
Neeraj Chopra News

হেলসিঙ্কি, 19 জুন : টোকিয়োতে 87.58 মিটার দূরে জ্যাভলিন পাঠিয়েছিলেন । অ্যাথলেটিক্সে দেশের প্রথম অলিম্পিক সোনা এসেছিল তাঁর হাত ধরেই । 10 মাস পর ট্র্যাকে নেমে পাভো নুর্মি গেমসে নিজেকে টপকে গেলেও সোনা হাতছাড়া হয়েছিল । সেই দুঃখ ভুললেন নীরজ চোপড়া । কুয়োরটন গেমসে সোনা জিতলেন তিনি (Neeraj Chopra wins first gold medal of the season) ।

এদিন ফিনল্যান্ডের বৃষ্টি ভেজা মাঠে প্রথম বারেই 86.69 মিটার ছোড়েন নীরজ । তাতেই সোনা এসেছে নীরজের ঝুলিতে । এর আগে পাভো নুর্মি গেমসে 89.30 মিটার দূরে বর্শা ছুড়ে নয়া জাতীয় রেকর্ড গড়েছিলেন । 88.07 মিটার ছুড়ে এতদিন জাতীয় রেকর্ড দখলেই রেখেছিলেন নীরজ ৷ গতবছর মার্চে পাতিয়ালায় অনুষ্ঠিত ইন্ডিয়ান গ্রাঁ পি-তে সেই জাতীয় রেকর্ডের অধিকারী হয়েছিলেন এই জ্যাভলিন থ্রোয়ার ৷

আরও পড়ুন : টোকিয়োর রেকর্ড ভেঙেও পাভো নুর্মি গেমসে সোনা হাতছাড়া নীরজের

পরবর্তীতে টোকিয়ো অলিম্পিকসে দেশকে একমাত্র সোনাটি এনে দিলেও পাতিয়ালার রেকর্ড টপকে যেতে পারেননি নীরজ ৷ 88 মিটারেরও কম দূরত্বে বর্শা ছুঁড়ে পোডিয়াম শীর্ষে ফিনিশ করেছিলেন তিনি ৷ সম্প্রতি, এক সাক্ষাৎকারে নীরজ জানিয়েছিলেন প্যারিস অলিম্পিকসে টোকিয়োর পুনরাবৃত্তি ঘটাতে চান তিনি ৷ একইসঙ্গে চলতি মরশুমে 90 মিটার বর্শা ছুঁড়ে এলিট ক্লাবে নিজেকে উন্নীত করতে চান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.