ETV Bharat / sports

Khela Hobe Divas খেলা হবে দিবস পালনে আইএফএর সহযোগী সংস্থাগুলিকে আর্থিক অনুদান রাজ্যের

author img

By

Published : Aug 15, 2022, 7:53 PM IST

Updated : Aug 15, 2022, 9:55 PM IST

mamata-banerjee-government-gave-financial-aid-to-ifa-for-khela-hobe-diwas
Khela Hobe Divas খেলা হবে দিবস উদযাপনে আইএফএকে আর্থিক অনুদান রাজ্যের

আগামিকাল, ১৬ অগস্ট খেলা হবে দিবস (Khela Hobe Divas) । তাই আইএফএ (IFA)-র সব সহযোগী সংস্থাকে ১৫ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত।

কলকাতা, 15 অগস্ট : খেলা হবে দিবস (Khela Hobe Divas) উদযাপনে ইন্ডিয়ান ফুটবল অ্য়াসোসিয়েশন বা আইএফএ (IFA)-এর সহযোগী সংস্থাগুলিকে আর্থিক অনুদান দিল রাজ্য সরকার ৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত এই কথা জানিয়েছেন ৷ তিনি আরও জানান, আইএফএ-র প্রতিটি সহযোগী সংস্থাকে রাজ্য সরকার 15 হাজার টাকা করে দিচ্ছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ‘খেলা হবে’ ছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্লোগান ৷ 2021-এর বিধানসভা নির্বাচন (Bengal Assembly Elections 2021) ওই স্লোগান তৃণমূল নেতা-কর্মীদের ব্যাপক জনপ্রিয় ৷ ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ‘খেলা হবে’ দিবস পালন করার কথা ঘোষণা করেন ৷ তার পর গত বছর থেকে শুরু হয়েছে ‘খেলা হবে’ দিবস পালন ৷ এবার দ্বিতীয় ‘খেলা হবে’ দিবস ৷

সেই কারণেই আইএফএ-র সহযোগী সংস্থাগুলিকে 15 হাজার টাকা করে দিল রাজ্য সরকার ৷ মূলত, ফুটবলকে প্রমোট করতেই এই টাকা দেওয়া হচ্ছে বলে আইএফএ-র তরফে জানানো হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে খেলা সুস্থ শরীর ও মন গড়ে তুলতে সাহায্য করে ৷ রাজ্যের প্রতিটি মানুষের ভালোর জন্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন, তা এই উদ্যোগ থেকে প্রমাণিত হয় ৷

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রীর উদ্যোগেই এই অর্থপ্রাপ্তি ঘটছে ৷ এর জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন : সকালে শহরে পা দিয়ে বিকেলে কনস্ট্যানটাইনের ক্লাসে লাল হলুদের নয়া বিদেশি কিরিয়াকু

Last Updated :Aug 15, 2022, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.