ETV Bharat / sports

Charalambos Kyriakou সকালে শহরে পা দিয়ে বিকেলে কনস্ট্যানটাইনের ক্লাসে লাল হলুদের নয়া বিদেশি কিরিয়াকু

author img

By

Published : Aug 13, 2022, 10:11 PM IST

শনিবার সকাল 7:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন সাইপ্রাসের এই ডিফেন্ডার (East Bengal new foreigner Charalambos Kyriakou Arrives in Kolkata) ৷ সমর্থকদের পাশাপাশি কিরিয়াকুকে এদিন বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন লাল-হলুদ কর্তারাও। শুক্রবার সন্ধেয় পাঁচ বিদেশি ফুটবলারের চুক্তি সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করা হয় ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে।

Charalambos Kyriakou
সকালে শহরে পা দিয়ে বিকেলে কনস্ট্যানটাইনের ক্লাসে লাল হলুদের নয়া বিদেশি কিরিয়াকু

কলকাতা, 13 অগস্ট: সকালে শহরে পৌঁছে বিকেলেই ক্লাবের মাঠে অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি চারালাম্বোস কিরিয়াকু ৷ শনিবার সকাল 7:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন সাইপ্রাসের এই ডিফেন্ডার (East Bengal new foreigner Charalambos Kyriakou Arrives in Kolkata) ৷ সমর্থকদের পাশাপাশি কিরিয়াকুকে এদিন বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন লাল-হলুদ কর্তারাও। শুক্রবার সন্ধেয় পাঁচ বিদেশি ফুটবলারের চুক্তি সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করা হয় ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে। ঠিক তার পরের দিনই কলকাতায় চলে এলেন সাইপ্রাসের এই ডিফেন্ডার।

বিকেলে কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের অধীনে অনুশীলনে যোগদানের আগেও তাঁকে একপ্রস্থ সাদর অভ্যর্থনা জানান সমর্থকরা ৷ যা দেখেশুনে অভিভূত কিরিয়াকু বলেন, "আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। মাঠে 100 শতাংশ উজাড় করে দেব।" ইস্টবেঙ্গলের মতো শতাব্দীপ্রাচীন ক্লাবের হয়ে খেলতে মুখিয়ে রয়েছেন সাইপ্রাস জাতীয় দলের এই ডিফেন্ডার। তিনি বলেন, "ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা ক্লাব। এই দলের জার্সি পরে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।"

22 অগস্ট ভারতীয় নৌ-সেনা দলের বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল ৷ সেই ম্য়াচে তো বটেই, তার আগে 16 অগস্ট নৈহাটিতে ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও কিরিয়াকুকে খেলানোর ভাবনায় কনস্ট্যানটাইন ৷ যদিও সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচই ৷ এদিকে
শনিবার থেকে টিকিট বিতরণ শুরু। খেলার আগেরদিন পর্যন্ত বটতলা ক্লাব, ফিডার রোড, শ্যামনগর থেকে টিকিট বিতরণ চলবে।

আরও পড়ুন: একইদিনে পাঁচ বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করে চমক ইস্টবেঙ্গলের

গতকাল চারালাম্বোস ছাড়াও ক্লেইটন সিলভা, অ্যালেক্স লিমা, ইভান গঞ্জালেস এবং এলিয়ান্দ্রোর নামও ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল ৷ এখন দেখা ভিসা হাতে পেয়ে লাল-হলুদের বাকি বিদেশিরা কবে শহরে পা রাখেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.