ETV Bharat / sports

অগ্নিপরীক্ষা বুধবার ! মাত্র 2 ম্যাচ হারেই মোহনবাগানে ভবিষ্যৎ অনিশ্চিত চ্যাম্পিয়ন কোচের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 11:04 AM IST

Updated : Dec 25, 2023, 11:22 AM IST

Juan Fernando's Future Uncertain in Mohun Bagan Super Giant: মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার বিরুদ্ধে হেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আর তার জেরেই গেল গেল রব সবুজ-মেরুন শিবিরে ৷ কোচ জুয়ান ফেরান্দোকে ছাঁটাইয়ের কথাও উঠতে শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 25 ডিসেম্বর: গোষ্ঠ পাল সরণিতে কোচ বদলের হাওয়া বইতে শুরু করেছে ৷ আর তা প্রবলভাবে ঢুকে পড়েছে ভিক্টোরিয়া হাউজেও ৷ বলা হয় সবুজ-মেরুনের প্রাক্তন কর্মকর্তারা কোচ বদলে সিদ্ধহস্ত ছিলেন ৷ সেখানে নাকি গাছের পাতা পড়তে শুরু করলেই কোচ বদলের হাওয়া বইতে শুরু করত ৷ মাঝে বদলেছে ক্লাব ফুটবল ৷ বদল এসেছে মোহনবাগানের ফুটবল প্রশাসনেও ৷ কিন্তু, কোচ বদলের হাওয়ায় বদল আসেনি ৷ ফের তা বইতে শুরু করেছে ৷

পরপর দুই ম্যাচে হারের পর বেশ সমস্যায় মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো ৷ মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর ছাঁটাই হয়ে যাওয়ার আশঙ্কায় মোহনবাগান কোচ ! ম্যানেজমেন্ট আগেই ইঙ্গিত দিয়েছিল মুম্বই এফসি, এফসি গোয়া এবং কেরল ব্লাস্টার্স ম্যাচে সাফল্য না-পাওয়া গেলে কোচ বদলের চিন্তা তাদের করতে হবে ৷ ইতিমধ্যে মুম্বই এবং গোয়া ম্যাচে বিপর্যস্ত মোহনবাগান ৷ এই অবস্থায় বুধবারের কেরল ম্যাচ জিততেই হবে ৷ পরপর দুই ম্যাচে হারের জেরে পয়েন্ট টেবিলে তিন নম্বরে চলে এসেছে তারা ৷

মোহনবাগান টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল এএফসি কাপ ও সুপার কাপ জেতার পাশাপাশি আইএসএল-এর লিগ শিল্ড জেতা ৷ আইএসএল চ্যাম্পিয়ন হলেও, যা এখনও অধরাই থেকে গিয়েছে সবুজ-মেরুনের ৷ তিন নম্বরে নেমে যাওয়ায় সেই আশাও কিছুটা ধাক্কা খেয়েছে ৷ কেরল ব্লাস্টার্সকে হারাতে না পারলে, পয়েন্ট টেবিলে আরও কিছুটা নিচে নামবে সবুজ-মেরুন ৷ সঙ্গে সমস্যা বাড়বে জুয়ান ফেরান্দোর ৷ যদিও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও গভীরভাবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি বিশ্লেষণ করতে চাইছে ৷ কারণ, মুম্বই ম্যাচে তিন ফুটবলারের লাল কার্ড আর লাগাতার চোট সমস্যা দলকে বেকায়দায় ফেলে দিয়েছে ৷ ডাগ আউটে বড় নাম থাকলেও, তাঁরা যে পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুত নন, তা প্রমাণিত ৷ এই সব কিছুই পর্যালোচনা করছে ম্যানেজমেন্ট ৷

এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর জুয়ান বলেছিলেন, "মুম্বই ম্যাচে কী হয়েছে সেটা সকলেই দেখেছে ৷ একাধিক লাল কার্ড দেখানো হয়েছে ৷ আমার দলে একঝাঁক চোটও রয়েছে ৷ গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশে যাদের নামিয়েছি সেই সব ফুটবলার পুরোপুরি ফিট ছিলেন না ৷ এই ম্যাচের প্রস্তুতির জন্য সময়ও ছিল না ৷ আমি শুধু হারের কারণগুলো তুলে ধরছি ৷ এগুলো অজুহাত নয় ৷’’

গত দশদিনে আট ফুটবলারকে দলে পাননি জুয়ান ফেরান্দো ৷ বলছেন, "প্রবল চাপ সামলাতে হচ্ছে ৷ ফুটবলারদের পাশে থাকা জরুরি ৷ পরিকল্পনায় ভুল ছিল কিনা সেটা এখন ভেবে বা বলে কোনও লাভ নেই ৷ ভুললে চলবে না, চোট ও কার্ডে গত দশ দিনে আটজন টিমের বাইরে ছিলেন ৷" পরিস্থিতি প্রতিকূল, কিন্তু তা সামলাতে যে ফুটবল বুদ্ধির দরকার, তা ফেরান্দোর ভাবনায় দেখা পাওয়া যাচ্ছে না ৷

পরপর দুই ম্যাচ হারের পর যুবভারতীতেই জুয়ানকে প্রথমবার 'গো ব্যাক স্লোগান' শুনতে হয়েছে ৷ তবুও, নিজের দলের উপর আঁচ আসতে দিতে নারাজ তিনি ৷ পরিস্থিতি কঠিন তা স্বীকার করছেন সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ৷ চলতি মাসে সাদিকু এবং কামিন্সের পারফরম্যান্স আতস কাঁচের তলায় ছিল ৷ তবে, দু’জনেই গোল করেছেন ৷ কিন্তু, তাঁরা লক্ষণরেখা অতিক্রম করতে পেরেছেন কি না সেটা সময় বলবে ৷ তবে, আইএসএলে দলের মধ্যে তৈরি সমস্যার প্রভাব সুপার কাপে পড়ে কি না সেটাই দেখার ৷ তার আগে ম্যানেজমেন্ট কীভাবে পরিস্থিতি সামলাবে ? সেটাই আসল ৷ তবে, জুয়ান ফেরান্দোর সবুজ-মেরুন ডাগ আউটে ভবিষ্যত যে কুয়াশাচ্ছন্ন তা বোধহয় ভুল নয় ৷

আরও পড়ুন:

  1. চার গোল খেয়ে ঘরের মাঠে হার বাগান শিবিরের, ফেরান্দোর নামে গো-ব্যাক ধ্বনি যুবভারতীতে
  2. 90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে এল ইস্টবেঙ্গলের
  3. রেফারির খারাপ সিদ্ধান্তে জয় হাতছাড়া , কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ লাল-হলুদ সমর্থকদের
Last Updated : Dec 25, 2023, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.