ETV Bharat / sports

রেফারির খারাপ সিদ্ধান্তে জয় হাতছাড়া , কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ লাল-হলুদ সমর্থকদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 10:33 PM IST

East Bengal Fans Protest: আইএসএল-এ রেফারির একের পর এক খারাপ সিদ্ধান্তের শিকার লাল-হলুদ শিবির ৷ এমনই অভিযোগ তুলে শনিবার সরব হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ রেফারির কুশপুতুলও জ্বালান তাঁরা ৷

East Bengal Fans Protest
রেফারির খারাপ সিদ্ধান্তে জয় হাতছাড়া

প্রতিবাদ লাল হলুদ সমর্থকদের

কলকাতা, 23 ডিসেম্বর: আইএসএল-এ ফের রেফারির খারাপ সিদ্ধান্তের শিকার ইস্টবেঙ্গল এফসি । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের পর এফসি গোয়ার বিরুদ্ধেও রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধেও খলনায়ক সেই রেফারি ৷ এমনটাই দাবি লাল হলুদ সমর্থকদের । অন্তত দু'টো ন্যায্য পেনাল্টি দেননি রেফারি । আর সেই কারণেই জয় হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের । যা নিয়ে গত চব্বিশ ঘণ্টায় সমালোচনার ঝড় বইছে । লাল হলুদ সমর্থকরাও শনিবার শহরের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদে মুখর হল ।

রেফারির কুশপুতুল দাহ করেন সমর্থকরা । ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও খারাপ রেফারিংয়ের ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "গতকাল ওড়িশা এফসি'র সঙ্গে আইএসএল'-এর ম্যাচে কীভাবে আমরা রেফারির জন্য বঞ্চিত হয়েছি তার ভিডিয়োগুলি তুলে ধরা হয়েছে ৷ তবে শুধু কালই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই বিভিন্ন ম্যাচে রেফারির অন্যায্য সিদ্ধান্তের শিকার হতে হয়েছে আমাদের ৷ আজ শহরের বিভিন্ন প্রান্তে রেফারির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়েছে ৷ আমরা চাই ফুটবল নিয়ামক সংস্থা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক নতুবা এরকম চলতে থাকলে অচিরেই বাংলা তথা ভারতীয় ফুটবলের শেষনিশ্বাস দেখতে পাবো ।"

শুধু ইস্টবেঙ্গল নয়,চলতি আইএসএল-এ খারাপ সিদ্ধান্তের শিকার মোহনবাগান সুপার জায়ান্টও । আরব সাগরের তীরে মুম্বই সিটি এফসির সঙ্গে খেলায় রেফারি সাতটি লাল কার্ড এবং সাতটি হলুদ কার্ড দেখিয়েছিলেন । সেই ম্যাচের ম্যাচ পরিচালনা নিয়েও সমালোচনার ঝড় বয়েছে । এই অবস্থায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে কোনও পদক্ষেপের লক্ষণ নেই । প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন, কুলিনার মতো কিংবদন্তি রেফারিদের দিয়ে ভারতীয় রেফারিদের প্রশিক্ষিত করা হবে । জানুয়ারি মাসে তাঁর আসার কথা ।

বলা হচ্ছে ভার প্রযুক্তিও আইএসএল-এ ব্যবহার করার চেষ্টা চলছে । খরচ সাপেক্ষ এই বিষয়টি করার ক্ষেত্রে কিছুটা 'ধীরে চল' নীতি নিয়ে চাইছে ফেডারেশন । ইতিমধ্যেই ভার প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়ে মুখর কার্লেস কুয়াদ্রাত । সমর্থকরাও সরব হচ্ছেন। চড়ছে ক্লাব কর্তাদের গলা। এখন দেখার কবে ঘুম ভাঙে ভারতীয় ফুটবল কর্তাদের ।

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে দুর্গ রক্ষা লাল-হলুদের, গোলশূন্য শেষ হল ওড়িশা-ইস্টবেঙ্গল লড়াই
  2. 90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে এল ইস্টবেঙ্গলের
  3. গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে সূর্যকুমার, আফগানদের বিরুদ্ধে নেই নয়া টি 20 অধিনায়ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.