ETV Bharat / sports

ISL Champion Mohun Bagan: আগামী মরশুমে নাবিক ফেরান্দোই, সোমবার বাগান তাঁবুতে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Mar 19, 2023, 7:32 PM IST

Updated : Mar 19, 2023, 8:01 PM IST

ISL Champion Mohun Bagan
আগামী মরশুমেও নাবিক ফেরান্দো

ভারত সেরা মোহন বাগান (ATK Mohun Bagan)। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল ট্রফি নিয়ে কলকাতায় ফিরেছে দল। দলকে নিয়ে রাজপথে সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে খেলোয়াড়রা ট্রফি নিয়ে পৌঁছে যান মোহনবাগানের হেড কোয়ার্টারে। আগামিকাল বাগান তাঁবুতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় ৷ আজকের সেলিব্রেশন অনুষ্ঠানে কর্ণধার জানালেন, নতুন মরশুমে দল আরও শক্তিশালী গড়া হবে ৷ সেইসঙ্গে জানালেন আগামী মরশুমেও নাবিক ফেরান্দো ৷

নতুন মরশুমে আরও শক্তিশালী দল গড়ার কথা বললেন কর্ণধার

কলকাতা, 19 মার্চ: সেমবার আইএসএল ট্রফির সঙ্গে বাগান শিবিরে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইনালের আগে বলেছিলেন ট্রফি জিতলে তাঁকে দেখাতে। সেইমতো গোয়ায় চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তাঁকে আমন্ত্রণ জানান। সোমবার নবান্ন যাওয়ার আগে মোহনবাগান তাঁবুতে ঘুরে যাবেন মুখ্যমন্ত্রী। কয়েকজন ফুটবলার এবং কোচও উপস্থিত থাকবেন আগামিকালের অনুষ্ঠানে। তার আগে রবিবার কলকাতায় ফিরে নতুন মরশুমে আরও শক্তিশালী দল গড়ার কথা বললেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (ATK Mohun Bagan Celebration in Kolkata)।

চৈত্রের মেঘলা দুপুরে তিলোত্তমার আকাশ-বাতাস মুখরিত সবুজ-মেরুন আবির আর মোহনবাগান...মোহনবাগান চিৎকারে। বিমানবন্দরে দলকে নিয়ে হাজার দু'য়েক সমর্থকের আনন্দোল্লাসের পর আইএসএল ট্রফি এল এটিকে মোহনবাগানের হেড কোয়ার্টারে অর্থাৎ মোমিনপুরে। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা পুরো দলকে সেখানে অভিনন্দন জানান। কোচ জুয়ান ফেরান্দো অধিনায়ক প্রীতম কোটাল এবং সঞ্জীব গোয়েঙ্কা ট্রফি তুলে ধরেন উপস্থিত সংবাদমাধ্যমের সামনে। দেশের প্রধান লিগ জয়ের আনন্দকে সবচেয়ে বড় প্রাপ্তি বলে বর্ণনা করলেন সঞ্জীব গোয়েঙ্কা।

তবে সেখানে থেমে যাওয়া নয়, দলের সামনে এবার সুপার কাপ জয়ের লক্ষ্য ছুঁড়ে দিলেন তিনি। 2 এপ্রিল থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করবেন জুয়ান ফেরান্দো। ট্রফি জয়ের জন্য ফুটবল দলকে কোনও ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেননি। বিষয়টি তিনি ফুটবলার এবং ম্যানেজমেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান। নতুন মরশুমে নতুন নামে আত্মপ্রকাশ করবে সবুজ-মেরুন। 'মোহনবাগান সুপার জায়ান্টস' এই নামে নতুন মরশুমের আইএসএলে খেলবে মেরিনার্সরা। গতকাল ট্রফিজয়ের পর কর্ণধারের এই ঘোষণায় আনন্দ দ্বিগুণ হয়েছে মেরিনার্সের ৷

আরও পড়ুন: ভাঙল তিলোত্তমার আবেগের বাঁধ, ভারতসেরা হয়ে শহরে ফিরল বাগান

সঞ্জীব গোয়েঙ্কা নতুন নাম ঘোষণার সঙ্গে এদিন জানিয়ে দিলেন শক্তিশালী দল গড়তে আরও কয়েকজন ফুটবলারকে নেওয়া হবে। কোচ হিসেবে জুয়ান ফেরান্দোই থাকছেন। ফিনিশ জাতীয় দলের ফুটবলার জনি কাউকো এবং তিরিও আরও একবছর বাগানে থাকছেন বলে জানান তিনি। দলের প্রতিটি বিদেশি ফুটবলারই ভালো খেলেছেন। ফলে কাউকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন। এটিকে মোহনবাগান কর্ণধার তাই জানালেন, বর্তমান দলের নিউক্লিয়াস ধরে রাখা হবে। এছাড়াও আরও কিছু চমক রয়েছে যা আগামী আটমাসে একে একে সামনে আসবে।

তবে কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে কি না, সেই উত্তর স্পষ্ট করেননি তিনি। গাঁটছড়ার পরে প্রথম আইএসএল ট্রফি। ক্লাউড নাইনে থাকা সঞ্জীব গোয়েঙ্কা জানাচ্ছেন, মোহনবাগানের সঙ্গে কোনও বিবাদ নেই। তিনি কোনও বিতর্কে থাকেন না। নাম পরিবর্তনের ঘোষণা যে আইএসএল ট্রফি জয়ের দিন করবেন, তা অনেক আগেই স্থির করে রেখেছিলেন। এদিকে মোহনবাগান ক্লাব হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার উৎসব পালন করল ক্লাবে। সেখানে ফের তিনি হকিতে ফিরতি ডার্বি না-খেলার জন্য ইস্টবেঙ্গলকে নাম না-করে বিঁধলেন। একইসঙ্গে সোমবার ক্লাবে মুখ্যমন্ত্রীর আইএসএল ট্রফি দেখতে আসার কথাও জানালেন গোয়েঙ্কা।

আরও পড়ুন: এটিকে অতীত, মোহনবাগান সুপার জায়ান্টস নামে উচ্ছ্বসিত ক্লাব ভক্তরা

Last Updated :Mar 19, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.