ISL Final 2023: এটিকে অতীত, মোহনবাগান সুপার জায়ান্টস নামে উচ্ছ্বসিত ক্লাব ভক্তরা
Published: Mar 19, 2023, 6:45 AM


ISL Final 2023: এটিকে অতীত, মোহনবাগান সুপার জায়ান্টস নামে উচ্ছ্বসিত ক্লাব ভক্তরা
Published: Mar 19, 2023, 6:45 AM
একে তো আইএসএল চ্যাম্পিয়ন, তার উপর পছন্দের ক্লাবের নামের সামনে থেকে এটিকে উঠে যাওয়ায় মোহনবাগান ভক্তদের মনে খুশির হাওয়া (New Name of Mohun Bagan)৷
গোয়া, 19 মার্চ: 'রিমুভ এটিকে' প্রতিবাদে সাড়া দিয়ে মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরিয়ে নিলেন সঞ্জীব গোয়েঙ্কা (ATK Mohun Bagan is Past)। এবার আইএসএল চ্যাম্পিয়ন সবুজ মেরুন । গাঁটছড়া বাঁধার পরে প্রথমবার । তবে মোহনবাগান সমর্থকরা লাগাতার রিমুভ এটিকে-র পক্ষে আওয়াজ তুলে গিয়েছিলেন । তাঁদের ইচ্ছাকে মর্যাদা দিতেই এই নামবদল । এটিকে মোহনবাগানের নতুন নাম হল মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)।
আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার ক্রিকেট দলের সঙ্গে সুপার জায়ান্টস নামটি জুড়ে রয়েছে । তাঁর দলের নাম লখনউ সুপার জায়ান্টস । এবার ফুটবল দলের নামের সঙ্গেও সুপার জায়ান্টস শব্দটি জুড়ে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। নাম বদলের দাবি যতই জোরালো হচ্ছিল সাবেক মোহন বাগান কর্তারা ততই আশ্বাস দিচ্ছিলেন । সচিব দেবাশিস দত্ত একাধিকবার বলেছিলেন এই নাম বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি নথিও তৈরি। ঘোষণার বিষয়টি সঞ্জীব গোয়েঙ্কার উপর নির্ভর করবে। তাঁর সেই আশ্বাসে যে খাদ ছিল না তা শনিবারের গোয়া প্রমাণিত হল ।
-
THE NEWS YOU HAVE ALL BEEN WAITING FOR!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/lLE8voz3tM
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 18, 2023
ফতোদরা স্টেডিয়াম মোহনবাগানের প্রিয় মৃগয়াভূমি । সেখানে মেরিনার্সরা অপ্রতিরোধ্য । সেই রেশ ধরেই সবুজ মেরুন আইএসএলে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন । এই নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বলছেন চোট এবং একাধিক সমস্যা মিটিয়ে চ্যাম্পিয়ন হওয়া সহজ ছিল না । তবে শেষ পর্যন্ত তা হওয়ায় খুশি তিনি । তাঁর মতে, সব কৃতিত্বই ফুটবলারদের । চ্যাম্পিয়ন লেখা জার্সি পড়ে ফুটবলাররা মাঠে ঘুরলেন । ম্যাচের সেরা দিমিত্রি পেত্রাতোস । তিনিও খুশি । তাঁর খেলা মন কেড়েছে আপামর মোহন সমর্থকদের। গোল্ডেন গ্লাভস গেল বিশাল কাইথের হাতে । তবে দিনের শেষে 'এটিকে' রিমুভের ঘোষণা সবুজ-মেরুন সমর্থকদের বাড়তি পাওনা । যা বর্তমান ক্লাব প্রশাসকদের মুখেও হাসি ফোটাল বলেই মনে করছে সকলে ।
আরও পড়ুন : 'বিশাল' দস্তানায় প্রথম আইএসএল ট্রফি বাগানে, নতুন মরশুমে সরছে এটিকে
