ETV Bharat / sports

ইতালিকে 5 গোল ব্লু উইমেন্সের, অলিম্পিক্সে যাওয়ার আশা আরও জোরালো ভারতের

author img

By ANI

Published : Jan 17, 2024, 2:05 PM IST

Updated : Jan 17, 2024, 2:21 PM IST

ইতালিকে 5 গোল ব্লু উইমেন্সের
FIH Olympic Qualifiers

FIH Olympic Qualifiers: 2024 প্যারিস অলিম্পিক্সে পৌঁছতে আরও একধাপ এগোল ভারতের মেয়েরা ৷ ইতালিকে 5 গোলে হারিয়ে যোগ্যতা অর্জন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে ভারতের সামনে জার্মানি ৷

রাঁচি, 17 জানুয়ারি: আসন্ন প্যারিস অলিম্পিক্সে যোগ্য়তা অর্জনের প্রথম ম্যাচে আমেরিকার কাছে ধাক্কা খায় ভারত ৷ ব্লু উইমেন্সরা তারপর নিউজিল্যান্ডকে হারায় 3-1 গোলে ৷ আর মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ইতালিকেও 5-1 গোলে মাত দেয় 'উইমেন ইন ব্লু' ৷ রাঁচির জনতার উপস্থিতি ও টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স তাদেরকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছে। তাতে অলিম্পিক্সে যাওয়ার আশা আরও জোরালো ভারতের ৷

  • A majestic performance from Team India in front of a packed Ranchi crowd, we had to win this one to qualify for Semis.
    And the girls delivered in style!

    An all-round display from the team takes us through to the Semis now, where we face Germany.

    Here are some incredible… pic.twitter.com/8dKBOfF7Os

    — Hockey India (@TheHockeyIndia) January 16, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আমেরিকা এবং জাপান। ভারতের হয়ে উদিতা 2টি এবং নবনীত, দীপিকা এবং সালিমা একটি করে গোল করেছেন । 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হয়েছেন উদিতা ৷ এদিনই কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নেমেছিলেন উদিতা দুহান। তিনি দলের জয়ে অবদান রাখলেন জোড়া গোল করে। ম্যাচের প্রথম ও 55 মিনিটের মাথায় গোল করেন উদিতা। দীপিকা 41 মিনিটে, সালিমা তেতে 45 মিনিটে এবং নবনীত কৌর 53 মিনিটে গোল করেন। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইতালি।

  • A super 🖐🏼performance by the team when it was most needed.

    India book their berth for the Semi-Final on the 18th against Germany at the #FIHOlympicQualifiers, Ranchi 2024.

    Final score:
    India 5 - Italy 1

    Goal Scorers:

    1' Udita (PC)
    41' Deepika (PS)
    45' Tete Salima
    53' Kaur… pic.twitter.com/R67WueXxtR

    — Hockey India (@TheHockeyIndia) January 16, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের মহিলা হকি দলের অধিনায়ক সবিতা বলেন,"পরের ম্যাচ জার্মানির সঙ্গে ৷ আমরা ইতিমধ্য়েই কয়েকবার ওদের বিপক্ষে খেলেছি ৷ আমরা আত্মবিশ্বাসী ৷ পুরো দল ছন্দে রয়েছে ৷ আমরা আক্রমণাত্মক খেলতে পছন্দ করি ৷ ওরাও ভালো টিম ৷ সুযোগ পেলেই আমরা তা কাজে লাগাব ৷" এই জয়ের ফলে পুল বি-তে ভারত দ্বিতীয় স্থান নিয়ে শেষ চারে পৌঁছল। ভারত তিনটি ম্যাচের 2টিতে জিতেছে। অপরাজেয় থেকে পুল বি-র শীর্ষস্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভারত সেমিফাইনালে খেলবে পুল এ-র শীর্ষ স্থানাধিকারী জার্মানির। মার্কিন মেয়েরা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে জাপানের বিরুদ্ধে। প্রথম তিনে থাকা দল প্যারিস অলিম্পিক্স মহিলা হকিতে অংশগ্রহণের ছাড়পত্র পাবে।

আরও পড়ুন:

  1. কিউয়িদের হারিয়ে অলিম্পিক্সে যাওয়ার আশা বেঁচে রইল মহিলা হকি দলের
  2. তিলোত্তমায় আবেগে ভাসলেন লয়েড, আইসিসি'র অর্থবৈষম্য নিয়েও সরব কিংবদন্তি অধিনায়ক
  3. লক্ষ্য লাল-হলুদ 'বধ', ভুবনেশ্বরে পা দিয়েই প্র্যাকটিসে নেমে পড়লেন হাবাস
Last Updated :Jan 17, 2024, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.