ETV Bharat / sports

লক্ষ্য লাল-হলুদ 'বধ', ভুবনেশ্বরে পা দিয়েই প্র্যাকটিসে নেমে পড়লেন হাবাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 6:52 AM IST

Antonio Lopez Habas: এর আগে তিনটি ডার্বির হটসিটে বসেছেন স্প্যানিশ ফুটবল কোচ । তিনটিতেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান । চতুর্থ ম্যাচে সেই ধারাবাহিকতাই ধরে রাখতে বদ্ধপরিকর হাবাস ।

Antonio Lopez Habas
ভুবনেশ্বরে পা দিয়েই প্র্যাকটিসে নেমে পড়লেন হাবাস

ভুবনেশ্বর, 17 জানুয়ারি: দলের সঙ্গে যোগ দিয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করেই অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগানের নতুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । মাঝে আর দু’দিন । তারপরই বছরের প্রথম বড় ম্যাচ । সেকারণেই এত তৎপরতা হাবাসের । সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তিনি দলকে ডার্বির জন্য তৈরি করে ফেলতে চান । যাতে মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারে ।

মোহনবাগান ম্যানেজমেন্ট হাবাসের নাম কোচ হিসেবে ঘোষণা করেছে 3 জানুয়ারি । সেদিন থেকেই সুপার কাপের জন্য নিজেদের মাঠে প্রস্তুতি শুরু করে সবুজ-মেরুন শিবির । তারপর থেকে ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, প্রয়োজনীয় পরামর্শ দিতেন, দলকে কোন পরিকল্পনায় খেলাতে হবে । সেই অনুযায়ী ক্লিফোর্ড দলকে খেলাতেন । সুপার কাপে দু’টি ম্যাচ জিতেছে মোহনবাগান । কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে ইস্টবেঙ্গলের থেকে । সরাসরি জিতে সেমিফাইনালে উঠতে পারে দল, তাই এবার হাতে-কলমে নীল নকশা বানানো শুরু করে দিলেন মঙ্গলবার থেকেই । নিজের পছন্দের সহকারী ম্যানুয়েলকে নিয়ে নেমে পড়লেন প্র্যাকটিসে ।

Antonio Lopez Habas
প্র্যাকটিসে নেমে পড়লেন হাবাস

অনুশীলন শুরুর আগে যারা উপস্থিত ছিলেন, তাঁদের এক জায়গায় করে বুঝিয়ে দিলেন, তিনি দলের থেকে কী চাইছেন ? কীভাবে খেলাবেন । কার কী দায়িত্ব সমস্ত কিছু । সুপার কাপের দলে মোহনবাগানের হয়ে খেলছে বেশিরভাগ তরুণ ফুটবলার । তাঁদের সঙ্গে আলাদা করে কথাও বললেন তিনি । টেকনিক্যাল পরামর্শ দিতে দেখা গেল হাবাসকে । তাঁর রণনীতি সম্পূর্ণ ভিন্ন । রক্ষণ জমাট রেখে, ছোট ছোট মুভে গোলমুখ খোলার চেষ্টা করেন তিনি । সফল হয়েছেন বেশিরভাগ সময়ে । বড় ম্যাচে এখনও অপরাজিত তিনি । তিনটির মধ্যে তিনটিতেই জিতেছেন তিনি । সামনের বড় ম্যাচেও নিজের রেকর্ড ধরে রাখার চেষ্টা করবেন হাবাস ।

তবে তাঁর কাছে চ্যালেঞ্জটা একটু কঠিন । একেই ভিসা সমস্যায় দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছেন । দলের বেশিরভাগ তরুণ ফুটবলার । বিদেশীদের মধ্যে হুগো বুমোস ছাড়া আর কাউকে কোচিং করাননি, আর প্রথম ম্যাচই ডার্বি । হাবাস সবকিছু কীভাবে সামলান সেটাই দেখার বিষয় । বড় ম্যাচের আগে হাবাসের কাছে একটাই ইতিবাচক দিক, বিদেশী ফুটবলাররা গোলের মধ্যে আছেন এবং নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার খিদে থাকবে তরুণ ফুটবলারদের মধ্যে ।

Antonio Lopez Habas
প্র্যাকটিসে নেমে পড়লেন হাবাস

আরও পড়ুন:

  1. শ্রীনিধিকে হারিয়ে গ্রুপ শীর্ষে, বড় ম্যাচ ড্র করলেই সুপার কাপের সেমিতে লাল-হলুদ
  2. উদ্বোধনী ম্যাচেই হোঁচট, বিশ্বকাপারদের কাছে লড়াই করেও হার সুনীলদের
  3. এশিয়ানে ইতিহাস, সুনীলদের সামলাতে বাঁশি হাতে নামলেন জাপানের ইমাশিতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.