ETV Bharat / sports

কিউয়িদের হারিয়ে অলিম্পিক্সে যাওয়ার আশা বেঁচে রইল মহিলা হকি দলের

author img

By PTI

Published : Jan 15, 2024, 8:48 AM IST

Updated : Jan 15, 2024, 11:42 AM IST

ভারতীয় মহিলা হকি দল
FIH Olympic Qualifiers

FIH Olympic Qualifiers: আসন্ন প্যারিস অলিম্পিক্সে যোগ্য়তা অর্জনের খেলা চলছে রাঁচিতে ৷ প্রথম ম্যাচেই ধাক্কা ভারতীয় মহিলা হকি দল আমেরিকার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেন ভারতের মহিলারা ৷ গতকাল, রবিবার রাঁচিতে টিম উইমেন ইন ব্লু কিউইদের মাত দেয় 3-1 গোলে ৷

রাঁচি, 15 জানুয়ারি: কয়েকমাস পরেই প্যারিসে বসছে অলিম্পিক্সের আসর। আর প্যারিস অলিম্পিক্সে মেয়েদের হকির যোগ্যতা অর্জন পর্ব চলছে ঝাড়খণ্ডের রাঁচিতে। বিশ্ব হকির নিয়ামক সংস্থা এফআইএইচ আয়োজিত হকির কোয়ালিফায়ারের গ্রুপের প্রথম ম্যাচে ভারতের মেয়েরা পরাজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। তবে রবিবার দ্বিতীয় ম্যাচে কিউইদের হারিয়ে ঘুরে দাঁড়াল 'উইমেন ইন ব্লু' ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে 3-1 গোলে নিউজল্যান্ডকে হারাল তাঁরা ৷ একইসঙ্গে আসন্ন অলিম্পিক্সে যোগ্য়তা অর্জনের আশা জিইয়ে রাখলেন রাখলেন সঙ্গীতা, উদিতারা ৷

এদিন ম্যাচের 41 সেকেন্ডের মধ্যে প্রথম আক্রমণে ভারত এগিয়ে যায়। কোচ জানেক স্কপম্যান এই জয়কে দলীয় সংহতির জয় বলে অভিহিত করেছেন। ম্যাচ জয়ের পরে তিনি বলেন, "আজ সবাই ভালো খেলেছে। দলের প্রত্যেকেই নিজেকে উজাড় করে দিয়েছে। আজ আমাদের এত চাপ ছিল কারণ আমরা জানতাম যে আজ হারলে যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে যেতাম ৷ কারণ আমরা প্রথম ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরেছি ৷

তিনি আরও বলেন, "আমাদের কিছু খেলোয়াড়ের ইনজুরি আছে, তাই আমাদের সামলে খেলতে হবে। সালিমা দুর্দান্ত, ও একাধিক পজিশনে খেলতে পারে। আমি ওকে অবস্থান পরিবর্তন করে খেলতে বলেছিলাম ৷ প্রতিপক্ষের এটি নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়েছিল কারণ ওরা বুঝতে পারছিল না যে সে আসলে কোথায় খেলে ৷

  • 𝔸 𝕗𝕒𝕞𝕠𝕦𝕤 𝕨𝕚𝕟 𝕗𝕠𝕣 𝕋𝕖𝕒𝕞 𝕀𝕟𝕕𝕚𝕒!

    With their backs against the wall, this was a must win game for them and our Girls showed us what are they made of!

    A scintillating Q1 literally killed off the game for New Zealand.

    3️⃣ Goals from Sangita, Udita and Beauty… pic.twitter.com/RmeuQ2OGHf

    — Hockey India (@TheHockeyIndia) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 13 তারিখ থেকে শুরু হয়েছে এই কোয়ালিফায়িং রাউন্ড ৷ 19 জানুয়ারি পর্যন্ত চলবে এই এটি ৷ ঝাড়খণ্ডের রাঁচিতে নির্ধারিত এফআইএইচ হকি অলিম্পিক কোয়ালিফায়ার 2024-এর উপর নির্ভর করবে প্যারিসে আসন্ন গ্রীষ্মকালীন গেমসে ভারতীয় মহিলা হকি দলের প্রবেশের স্বপ্ন। আটটি দেশের টুর্নামেন্টের শীর্ষ তিনটি হকি দল প্যারিস 2024 অলিম্পিক্সে স্থান অর্জন করবে ৷ দলগুলোকে দু'টি পুলে ভাগ করা হয়েছে। পুল-এ এবং বি এই দু'টি পুলে ভাগ করা হয়েছে দলগুলোকে। বিশ্ব ক্রমতালিকায় ছ'নম্বরে রয়েছে ভারত। মঙ্গলবার ভারত তাদের গ্রুপে থাকা ইতালির সঙ্গে শেষম্যাচ খেলবে ৷ আর নিউজিল্যান্ড খেলবে আমেরিকার সঙ্গে ৷

আরও পড়ুন:

  1. বন্দুকের স্টক পরীক্ষায় ব্যর্থ, অলিম্পিকস কোয়ালিফায়ার থেকে বাদ হওয়ার পথে শুটার মানবজিৎ
  2. অঙ্কুরের ত্রিমুকুট, জাতীয় টেবিল টেনিসে বাংলার ছেলেদের দাপট
  3. আসছে যুবরাজের বায়োপিক, নিজের চরিত্রে রণবীরকে চান বিশ্বজয়ী তারকা
Last Updated :Jan 15, 2024, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.