ETV Bharat / sports

ডার্বি না-খেলায় পয়েন্ট কাটা মোহনবাগানের, ফেরান্দোর মন আইএসএলে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 10:46 PM IST

IFA Clarifies A Point Cut: ডার্বি না খেলায় পয়েন্ট কাটা মোহনবাগান সুপার জায়ান্টের ৷ তবে এই মুহূর্তে বিপদে রয়েছে সবুজ-মেরুন ৷

super_cup_preparation
ডার্বি না খেলায় পয়েন্ট কাটা মোহনবাগানের

কলকাতা, 28 ডিসেম্বর: আনুষ্ঠানিকভাবে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হিসেবে নাম ঘোষণা হল মহমেডান স্পোর্টিংয়ের । পাশাপাশি কলকাতা লিগের ডার্বি বাতিল হওয়ায় 3 পয়েন্ট পেল ইস্টবেঙ্গল । ডার্বি না খেলার জন্য 2 পয়েন্ট কাটা গেল মোহনবাগানেরও । বৃহস্পতিবার আইএফএ-র লিগ কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সব মিলিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের সময়টা ভালো যাচ্ছে না । একে চোট আঘাত সমস্যা তার ওপর জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়ার ধাক্কার মধ্যে সুপার কাপে অংশ নেওয়ার চ্যালেঞ্জ । তবে সুপার কাপে অংশ নিলেও তাতে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা ভাবছে না মোহনবাগান সুপার জায়ান্ট । আইএসএলে হারের হ্যাটট্রিক পুরো দলের ভারসাম্য টলিয়ে দিয়েছে । আপাতত আইএসএলে বিরতি । সবুজ-মেরুন ব্রিগেডের দেশি-বিদেশি ফুটবলাররা বাড়ি ফিরে গেলেন । 3 জানুয়ারি তাঁরা আবার প্র্যাকটিসে যোগ দেবেন ।

সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ 9 জানুয়ারি । প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান । আই লিগের দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে হুগো বুমোসদের অভিযান শুরু । কিন্তু জুয়ান ফেরান্দো সুপার কাপে অংশ নেওয়ার আগে দল নিয়ে অস্বস্তিতে রয়েছেন । দলের চোট আঘাত পাওয়া ফুটবলাররা কবে ফিট হয়ে উঠবেন তা হলফ করে বলতে পারছেন না সবুজ-মেরুন কোচ । সাহাল আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্সদের ফিট হতে ফেব্রুয়ারি মাসও লাগতে পারে । এছাড়াও আশিক কুরিয়ান, আনোয়ারের চোট থেকে ফেরার অপেক্ষা রয়েছে । এর ওপর ভারতীয় দলের জন্য অন্তত সাত ফুটবলারকে ছাড়তে হবে ।

এই অবস্থায় বাকি ভারতীয় ফুটবলার এবং 6 জন বিদেশি ভরসা ফেরান্দোর । কঠিন পরিস্থিতির মধ্যে দলকে শারীরিক এবং মানসিকভাবে ফিট করে তোলা চ্যালেঞ্জ মানছেন তিনি । পাশাপাশি আইএসএল-এর খেতাব ধরে রাখতে কয়েকজন ফুটবলারের বদল প্রয়োজন মনে করছেন । বিশেষ করে আক্রমনাত্মক মিডফিল্ডার প্রয়োজন যে বলের যোগান দিতে পারবেন স্ট্রাইকারদের । সাহাল আবদুল সামাদের অভাব ঢাকতেই নতুনের খোঁজ ।

এদিকে সুপার কাপের প্রস্তুতি শুরু করেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবও । আইএসএল-এর বিরতি ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত । 4 জানুয়ারি ফুটবলারদের যোগ দিতে বলা হয়েছে । 9 জানুয়ারি সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রথম খেলা । প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । ফলে প্রথম ম্যাচেই আইএসএল-এর দলকে সামলাতে হবে । 19 জানুয়ারি সুপার কাপে ডার্বি । সেই ডার্বির জন্য প্রস্তুতি নিতে চান লাল হলুদ কোচ । এছাড়াও দল বদলের দ্বিতীয় উইনডোতে নতুন ফুটবলার নেওয়ার পরিকল্পনাও রয়েছে । নতুন ফুটবলার নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা লগ্নিকারীর সঙ্গে বৈঠকে বসবেন । প্রয়োজনে আর্থিক ভাবেও ক্লাব সহায়তা করবে। দুই প্রধান সুপার কাপে অংশ নিলেও মহমেডান স্পোর্টিং আই লিগে ভালো খেলার লক্ষ্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।

আরও পড়ুন:

  1. পরলোকে লাল-হলুদের স্বর্ণযুগের লেফটব্যাক, ময়দানে শোকের ছায়া
  2. মাঠেই কাঁদলেন বুমোস, প্রীতমের হুঙ্কার ; ফেরান্দোর কথায় পরিবর্তনের ইঙ্গিত
  3. হারের হ্যাটট্রিকে লণ্ডভণ্ড বাগান, আইএসএল শীর্ষে প্রীতম-প্রবীরদের কেরালা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.