ETV Bharat / sports

FIFA World Cup: টিকিট নেই তবু গ্রুপ ম্যাচ শেষে কাতারে যেতে পারবেন ফুটবল ফ্যানরা

author img

By

Published : Nov 4, 2022, 11:22 AM IST

কাতার বিশ্বকাপে টিকিট নেই এমন ফুটবল অনুরাগী বা দর্শকদের জন্য বড় ঘোষণা আয়োজকদের ৷ গ্রুপ স্টেজের ম্যাচ শেষ হলে টিকিটবিহীন অনুরাগীরা কাতার যেতে পারবেন (Ticketless Fans Can Enter Qatar with Hayya Card) ৷

FIFA World Cup Ticketless Fans Can Enter Qatar with Hayya Card After Group Stage
FIFA World Cup Ticketless Fans Can Enter Qatar with Hayya Card After Group Stage

দোহা, 4 নভেম্বর: বড় ঘোষণা কাতার ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজক সংস্থার ৷ বিশ্বকাপের টিকিট নেই এমন ফুটবল অনুরাগীরা গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হলে কাতারে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে ৷ তবে, তার জন্য বিশেষ হায়া কার্ড সংগ্রহ করতে হবে অনুরাগীদের (Ticketless Fans Can Enter Qatar with Hayya Card) ৷ 20 নভেম্বর থেকে হতে চলা ফুটবল বিশ্বকাপের (Qatar Football World Cup) জন্য বিশেষভাবে এটি তৈরি করেছে কাতার প্রশাসন ৷

আয়োজক সংস্থার তরফে একটি সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, বিশ্বকাপের টিকিট নেই এমন দর্শক বা অনুরাগীরা হায়া কার্ড সংগ্রহ করে গ্রুপ স্টেজের ম্যাচ শেষে কাতারে প্রবেশ করতে পারবেন ৷ এই হায়া কার্ড সংগ্রহ করতে আগাম আবেদন করা যাচ্ছে 3 নভেম্বর থেকে ৷ হায়া কার্ডের আবেদন করা যাবে ‘হায়া-প্ল্যাটফর্ম’ থেকে ৷ এছাড়াও ‘হায়া টু কাতার’ মোবাইল অ্যাপ থেকে এই বিশেষ পাসের জন্য আবেদন করা যাবে ৷ এর জন্য কাতারের মুদ্রায় খরচ করতে হবে 500 রিয়াল ৷ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে 11 হাজার টাকা ৷ 12 বছর ও তার উর্ধ্বে এই ফি দিতে হবে ৷ তার নিচে বয়স হলে কোনও চার্জ লাগবে না ৷

আরও পড়ুন: বিশ্বের দরবারে বাংলা, কাতারে ফুটবলপ্রেমীদের উদরপূর্তির দায়িত্বে 'হরিণঘাটা মিট'

এ দিনের এই সাংবাদিক বৈঠকে আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রায় 12 লক্ষ দর্শক 2022 ফুটবল বিশ্বকাপ দেখতে কাতারে আসবেন ৷ তার জন্য যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন, তা সম্পূর্ণ করা হয়েছে ৷ বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীর তরফে কাতার পুলিশ প্রশাসনকে সাহায্য করা হয়েছে ৷ এ নিয়ে আয়োজকদের তরফে বলা হয়েছে, ‘‘গত বেশ কয়েকবছর ধরে মধ্য প্রাচ্য তথা উত্তর আফ্রিকার সবচেয়ে নিরাপদ দেশ কাতার ৷ এখানকার নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশ অনুসরণ করে ৷ আর তাই কাতারকে 2022 ফিফা বিশ্বকাপ আয়োজনের যোগ্য করে তুলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.