ETV Bharat / sports

FIFA World Cup 2022: নয়া চোট, কাতার বিশ্বকাপে নেই করিম বেঞ্জেমা

author img

By

Published : Nov 20, 2022, 9:23 AM IST

Updated : Nov 20, 2022, 2:48 PM IST

fifa-world-cup-2022-karim-benzema-will-miss-qatar-world-cup
fifa-world-cup-2022-karim-benzema-will-miss-qatar-world-cup

কাতার বিশ্বকাপে খেলবেন না করিম বেঞ্জেমা (Karim Benzema will Miss Qatar World Cup) ৷ ফ্রান্সে শিবিরে বড় ধাক্কা ৷ অনুশীলনে বাঁ পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে তাঁর ৷

দোহা, 20 নভেম্বর: বড় ধাক্কা গতবারের বিশ্বজয়ী ফ্রান্স শিবিরে ৷ এবারের কাতার বিশ্বকাপে খেলবেন না করিম বেঞ্জেমা (Karim Benzema will Miss Qatar World Cup) ৷ জানা গিয়েছে চোটের কারণেই বিশ্বকাপের (FIFA World Cup 2022) আসর থেকে সরে যেতে হচ্ছে এই ফরাসি মহাতারকাকে । শনিবার দোহায় অনুশীলন চলাকালীন তাঁর বাঁ পায়ের থাইয়ে চোট লাগে বলে জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডেরেশন ৷

2022 ব্যালেন ডি’অর জয়ী বেঞ্জেমা ট্রেনিং সেশনের শেষের দিকে দৌড়ানোর সময় বাঁ পায়ের থাইয়ে তীব্র যন্ত্রণা অনুভব করেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে এমআরআই হয় বেঞ্জেমার ৷ সেই রিপোর্টে জানা গিয়েছে ফরাসি স্ট্রাইকারের থাইয়ের পেশি ছিঁড়ে গিয়েছে ৷ বেঞ্জেমার সুস্থ হতে অন্তত 3 সপ্তাহ সময় লাগবে ৷ মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করছে 2018 রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স ৷ প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ তার আগেই বড় ধাক্কা খেল ফরাসি শিবির ।

বেঞ্জেমার চোট নিয়ে কোচ দিঁদেয়র বলেন, ‘‘আমি করিমের জন্য অত্যন্ত দুঃখিত ৷ ও এই বিশ্বকাপে একটা বড় প্রভাব ফেলত ৷ ফ্রান্স শিবিরে একটা বড় ধাক্কা লাগল ৷ তবে, দলের বাকি সদস্যদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে ৷’’ ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের অনন্ত 24 ঘণ্টা আগে চোট পাওয়া খেলোয়াড়ের পরিবর্ত নাম ঘোষণা করতে হবে ফ্রান্স শিবিরকে ৷

আরও পড়ুন: তোলপাড় ফুটবল দুনিয়া, দাবা যুদ্ধে মুখোমুখি মেসি রোনাল্ডো !

বিকল্প ফরওয়ার্ড হিসেবে দলে রয়েছেন, কিলিয়ান এমবাপে, আন্তোনিয়ো গ্রিজম্যান, অলিভার জিরুড, মার্কস থুরাম এবং ওসমানে দেম্বেলে ৷ এঁরা সকলের 2018 বিশ্বজয়ী দলের সদস্য ৷ প্রসঙ্গত, বিশ্বকাপ খেলতে নামার অনেক আগেই ফ্রান্স শিবির চোট সমস্যায় ভুগছিল ৷ কন্তে, পল পোগবা, প্রেসনেল কিম্পেম্বের মতো ফুটবলাররা চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করতে পারেননি ৷ এবার সেই তালিকায় জুড়ে গেলেন করিম বেঞ্জেমা ৷

Last Updated :Nov 20, 2022, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.